×

সাহিত্য

মেলায় শামসের পাঁচটি বই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৮ পিএম

মেলায় শামসের পাঁচটি বই
যে ক’জন তরুণ লেখক অল্প সময়ে পাঠক মহলে জায়গা করে নিয়েছেন শামসুজ্জামান শামস তাদের মধ্যে অন্যতম। ১ জানুয়ারি ঢাকায় জন্ম নেয়া এ লেখক পেশায় সাংবাদিক। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি লেখালেখি চালিয়ে যাচ্ছেন শামস। ১৯৯৫ থেকে ২০২০ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১২৫। বিরহের নীল আকাশ, মেয়েরা এমনই হয়, মেঘ ভাঙা রোদ, মন দিয়েছি তোমায়, মনময়ূরি, চাওয়া পাওয়া, একাত্তরের আলাল-দুলাল উপন্যাসের মাধ্যমে পাঠকপ্রিয়তা অর্জনকারী এ লেখক বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিকে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারের অমর একুশে বই মেলায় শামসুজ্জামান শামসের ৫টি বই প্রকাশিত হয়েছে।‘ছোটদের বঙ্গবন্ধু’ ‘ছোটদের বিশ্বজয়ী শেখ হাসিনা’ বই দুইটি প্রকাশ করেছে মনন প্রকাশ। ‘একুশ ও মুক্তিযুদ্ধের কিশোর গল্প’ মেলায় এনেছে বঙ্গজ প্রকাশ। ‘বিপ্লবী কিংবদন্তি’ ও ‘দশ আবিষ্কারক’ বই দুইটি প্রকাশ করেছে জোনাকী প্রকাশ ও রিদম প্রকাশন সংস্থা। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শামস বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক এবং পাক্ষিকের ঈদ সংখ্যায় গল্প, উপন্যাস এবং নানা বিষয়ের ওপর ১৯৯৫ সাল থেকে লিখছেন অবিরাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App