×

আন্তর্জাতিক

মিশরের সাবেক প্রেসিডেন্ট মোবারকের মৃত্যু

Icon

nakib

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫৪ পিএম

মিশরের সাবেক প্রেসিডেন্ট মোবারকের মৃত্যু

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক

প্রায় তিরিশ বছর মিশরের ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। দেশটির চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে ১৯৮১ ষাল থেকে ২০১১ সাল পর্যন্ত দেশ পরিচালনার পর মধ্যপ্রাচ্যজুড়ে আবর বসন্তের গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হোন তিনি। ক্ষমতা থেকে সরাসরি জেলে চলে যান তবে ২০১৭ সালে আবারো মুক্ত হোন তিনি।তবে তার মুক্তি প্রতিবাদে কাইরোতে আবারো বিক্ষোভ শুরু হয়। সর্বশেষ কাইরোর সামরিক গালা হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয় বলে জানার তার শ্যালক জেনারেল মুনির তাবেত। এর আগে গত সপ্তাহে মোবারকের ছেলে আলা মোবারক গুরুতর অসুস্থ বলে জানিয়েছিলেন। তার মৃত্যুর পর দেশটির প্রেসিডেন্ট এক শোক বার্তায় মোবারককে সামরিক অধিনায়ক ও যুদ্ধের হিরো হিসেবে অভিহিত করেন। বিমানবাহিনীর এ সাবেক কিমান্ডারকে সামরিক মর্যাদায় সমাহিত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App