×

সারাদেশ

মাধবপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে চা শ্রমিকদের সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৪ পিএম

মাধবপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে চা শ্রমিকদের সংঘর্ষ

তেলিয়াপাড়া চা বাগান (ফাইল ছবি)

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে অনুমতি বিহীন প্রবেশ করে পিকনিক করায় বাধা দেওয়ায় চা শ্রমিকদের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে মাদ্রসার শিক্ষক, শিক্ষার্থী ও চা বাগানের নিরাপত্তাকর্মী সহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় চা বাগানের নিরাপত্তাকর্মী তাপস নায়েক (২২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তেলিয়াপাড়া চা বাগানের নিরাপত্তাকর্মী তাপস নায়েক চিকিৎসাধিন অবস্থায় গনমাধ্যমকর্মীদের জানান, ওইদিন মৌলভীবাজার ডিপটিবাড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ৬ টি বাস নিয়ে তেলিয়াপাড়া চা বাগানে প্রবেশ করে। তারা কোন প্রকার অনুমতি না নিয়ে চা বাগানে প্রবেশ করে । এ সময় তাদের বাধা দিলে কয়েকজন মাদ্রাসার শিক্ষার্থী তাপস নায়েকের ওপর হামলা করে। মুহুর্তের মধ্যে খবরটি চা বাগানের শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। শত শত নারী পুরুষ চা শ্রমিক দেশীয় লাটি নিয়ে বাগানের মূল গেইটে প্রবেশ করে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে চা শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে মাদ্রাসার কয়েকজন শিক্ষকও আহত হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ইন্সপেক্টর) গোলাম মোস্তফা জানান, মৌলভীবাজারের একটি মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা তেলিয়াপাড়া চা বাগানের স্মৃতি সৌধ এলাকায় পিকনিক করতে আসে। তারা পূর্বে কোন অনুমতি নেয় নি। বাগানের মূল গেইটে প্রবেশের সময় গেইটম্যান তাপস নায়েক তাদের বাধা দেয়। এক পর্যায়ে তাপসের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের ঝগড়ার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তাপসের ওপর হামলা করে। এই খবর বাগানে ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ চা শ্রমিক মূল গেইটে এসে মাদ্রসার সকল গাড়ি , শিক্ষক ও শিক্ষার্থীাদের ঘেড়াও করে। পরে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আহত তাপস নায়েকের চিকিৎসার খরচ বহন করবে ও এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলে বিষয়টি বাগাােনর ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক এর মধ্যস্থতায় নিষ্পত্তি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তেলিয়াপাড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক দিপেন সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App