×

আন্তর্জাতিক

ট্রাম্পের আগমনে অশান্ত দিল্লি, নিহত ৭

Icon

nakib

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫২ পিএম

ট্রাম্পের আগমনে অশান্ত দিল্লি, নিহত ৭

যানবাহনে অগ্নিসংযোগ করা হয়

ট্রাম্পের আগমন ঘিরে অনেক উচ্ছ্বসিত ছিল ভারতের মোদি সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে  ফাস্টলেডি মেলানিয়া সাদা শুভ্র পোষাকে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন দেশটিতে। লক্ষ মানুষের সামনে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে অন্যতম সেরা বন্ধুরাষ্ট্র হিসেবে ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তবে বহুল প্রত্যাশিত এ সফর ঘিরে অশান্ত হয়ে পড়েছে দিল্লি। বিতর্কিত নাগরিকত্ব আইনের পক্ষে-বিপক্ষে সহিংস বিক্ষোভে পুলিশসহ প্রাণ হারান ৭ জন। পাথর ছোঁড়া, যানবাহনে অগ্নিসংযোগ, এবং দোকানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকা।সোমবারের ওই ভয়ঙ্কর সহিংসতার ঘটনায় নিহত হন ১ পুলিশসদস্যসহ মোট ৭ জন এবং আহত হন বহু মানুষ। এই ঘটনার পর এলাকার পরিস্থিতি বিবেচনায় দিল্লি পুলিশের প্রধান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এবং অন্যান্য উর্ধ্বতন কর্ম কর্তসাদের সাথে গভীর রাতে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  সংঘর্ষ চলাকালীন ফায়ার সার্ভিসের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতে আহত হন ৩ জন ফায়ারসার্ভিস কর্মী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App