×

শিক্ষা

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না ঢাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০১ পিএম

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় / ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার ইউজিসির সিদ্ধান্ত মোতাবেক সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় উপস্থিত থাকা একাডেমিক কাউন্সিলের সদস্য আবুল মনসুর আহমেদ ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগের নিয়মে নিজস্ব পদ্ধতিতেই স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হয়। ওই অধ্যাদেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। তাই নতুন শিক্ষার্থী ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে।

গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এ অনুষ্ঠিত এক সভায় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বুয়েটের উপাচার্যরা জানান, এ বিষয়ে নিজেদের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে তাদের মতামত জানাবেন।

এরপর গত বুধবার বুয়েট ও তার পরদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউজিসির কেন্দ্রীয় পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর গতকার ঢাকা বিশ্ববিদ্যালয়ও সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নি জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। ইউজিসির অবশ্য ২৬ ফেব্রুয়ারির মধ্যে এসকল বিশ্ববিদ্যালয়ের মত জানাতে অনুরোধ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App