×

মুক্তচিন্তা

বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনা, সচেতন হোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৫ পিএম

যত দিন যাচ্ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬১৯। চীনের বাইরে সর্বোচ্চ আক্রান্ত দেশ দক্ষিণ কোরিয়া। করোনায় ইরানে ১৮ জনের মৃত্যু। এ ঘটনার পর অঞ্চলটির শীর্ষ নেতা ক্যারি ল্যাম জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেন। এছাড়া চীন সরকার উহানসহ ১২টির বেশি শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। যেসব দেশে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর করোনা ভাইরাস। কানাডার রাজধানী টরেন্টোর এক হাসপাতাল থেকে দেশটিতে করোনা ভাইরাসে একজন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে ফ্রান্সে তিনজন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো একজন ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মালয়েশিয়ায় তিনজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নেপালে ৩২ বছর বয়সী এক ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরে অন্তত তিনজন নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়ায় দুজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাইওয়ানে এ পর্যন্ত তিনজন নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনার পর উহান ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে দেশটি। থাইল্যান্ডে পাঁচজন এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত দুজন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। চিকিৎসা দেয়ার পর তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। ভিয়েতনামে এক ব্যক্তি ও তার ছেলে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ম্যাকাওয়ে মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে অন্তত দুজন। আরো আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা ওই বিশ্ব মহামারিতে শত শত মানুষ মারা গেছে। নতুন কোনো ভাইরাস, মানুষ সহজেই যেটির সংক্রমণের শিকার হয় এবং যা মানুষ থেকে মানুষে ছড়ায়, সেটি বিশ্ব মহামারিতে রূপ নেয়ার আশঙ্কা বেশি। করোনা ভাইরাসের বেলায় এসব বৈশিষ্ট্যই দেখা যাচ্ছে। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বাংলাদেশে স্কুলছাত্রীরা মাস্ক ব্যবহার করছে। যেহেতু এখনো পর্যন্ত এর কোনো প্রতিষেধক টিকা বা চিকিৎসা আবিষ্কৃত হয়নি সেহেতু এটির বিস্তার বন্ধ করাটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো সংক্রমণকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও কখন বিশ্ব মহামারি ঘোষণা করবে, তার আগে কিছু ধাপ আছে। করোনা ভাইরাসের সংক্রমণ যেভাবে ছড়িয়েছে, তাতে এটি এখন বিশ্ব মহামারি ঘোষণার মাত্র এক ধাপ নিচে আছে। করোনা ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে এবং চীনের আশপাশের দেশ তো বটেই, বহু দূরের দেশেও ছড়িয়েছে। যদি বিশ্বের নানা অঞ্চলে বহু মানুষের মধ্যে এটির বিস্তার অব্যাহত থাকে, তাহলে এটিকে তখন বিশ্ব মহামারি ঘোষণা করতে হবে। এদিকে যুক্তরাজ্যের এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকশাস ডিজিস অ্যানালাইসিসের বিজ্ঞানীরা বলছেন ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার মাধ্যমে নিজেকে রক্ষা করতে পারে, যেটি এই ভাইরাসের এত বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারার ‘একমাত্র যৌক্তিক ব্যাখ্যা।’ বিজ্ঞানীদের অনুমান, একজন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি গড়ে আড়াইজন মানুষের মধ্যে এই ভাইরাসটি ছড়াচ্ছে। ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ছড়িয়ে পড়ার হার ৬০% কমাতে হবে। তবে বিজ্ঞানীদের মতে এই পদক্ষেপ নিশ্চিত করা সহজ নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনে জরুরি অবস্থা ঘোষণা করলেও বৈশ্বিক পরিস্থিতি এখনো মহামারির আকার ধারণ করেনি বলে জানিয়েছে। করোনা ভাইরাসের তথ্য প্রদানে স্বচ্ছতা অবলম্বন করায় দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক টেডরস আঢানম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, করোনা ভাইরাসের আক্রান্তরা প্রাথমিকভাবে হাঁপানি, সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগতে পারেন। গুরুতর পরিস্থিতিতে নিউমোনিয়া, ভয়াবহ শ্বাসজনিত সমস্যা, কিডনি অকার্যকর এমনকি মৃত্যুও ঘটতে পারে। সুতরাং এই মহামারি ভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় সবার সচেতনতা। প্রবাসী লেখক। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App