×

আন্তর্জাতিক

করোনা ভাইরাসের ‘প্যাসেন্ট জিরো’ কে?

Icon

nakib

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৫ পিএম

করোনা ভাইরাসের ‘প্যাসেন্ট জিরো’ কে?

টাইফয়েডে আক্রান্ত প্রথম রোগী

চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রথম আক্রান্ত রোগী বা ‘প্যাসেন্ট জিরো’ খুজছে বিশেষজ্ঞরা। ভাইরাসটির উৎপত্তিস্থল নিয়ে এখনো ধোয়াশায় রয়েছে চীনা কর্তৃপক্ষ। ব্যাকটেরিয়ায় আক্রান্ত প্রথম রোগিকে “প্যাসেন্ট জিরো” বলা হয়। প্রথম রোগীকে সনাক্ত করতে পারলে কীভাবে ভাইরাসটি প্রথমে সংক্রমিত হয়েছিল এবং কীভাবে তা অন্যের মাঝে ছড়ায় সে বিষয়ে আরো বেশি গবেষণা করা যেত। তাছাড়া কেন কিভাবে এটা এত দ্রুত ছড়িয়ে পড়ছে সে বিষয়েও ব্যাখ্যা পাওয়া যেত। এতে ভবিষ্যতে নতুন করে মানুষের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়া ঠেকানোর একটা ব্যবস্থা করা যেত। তবে আমরা কী জানি করোনা ভেইরাসে প্রথম আক্রান্ত ব্যক্তিটি কে? সরাসরি জবাব- না। চীনা কর্তৃপক্ষ শুধু জানাতে পেরেছে যে ৩১ ডিসেম্বর দেশটির হুবাই প্রদেশেন উহান শহরের সামুদ্রিক খাবার এবং প্রাণি জাতীয় খাদ্যের দোকান থেকে ভাইরাসেটি প্রথম ছড়িয়ে পড়ে। চীনে মরণঘাতি এ ভাইরাসে আক্রান্ত ৭৫ হাজারের বেশি রোগির ৮২% মানুষ এ প্রদেশের বাসিন্দা। অন্যদিকে চীনের একদল গবেষক লেনসেন্ট মেডিকেল জার্নালে প্রকাশিত এ গবেষণায় দাবি করছেন কোভিড-১৯ রোগটিতে আক্রান্ত প্রথম ব্যক্তিটি এ ভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ ডিসেম্বর এবং ঐ রোগির সাথে সামুদ্রিক খাবারের দোকানের কোন সম্পর্ক নেই। সব মিলিয়ে বিভিন্ন গবেষক দল করোনায় আক্রান্ত প্রথম রোগীর সন্ধানে কাজ করে যাচ্ছে। তবে ‘প্যাসেন্ট জিরো’ পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহও রয়েছে। কারণ এর আগে এইচআইভি ভাইরাস নিয়ে যাকে প্যাসেন্ট জিরো হিসেবে সনাক্ত করা হয়েছিল তিন দশক পর সেটা ভুল প্রমাণিত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App