×

খেলা

২৬৫ রানে অলআউট জিম্বাবুয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৩ এএম

২৬৫ রানে অলআউট জিম্বাবুয়ে

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনটা সাবধানি ভঙ্গিতে শুরু করেছিল জিম্বাবুয়ে। কিন্তু পেসার আবু জায়েদ রাহীর দুর্দান্ত সুইংয়ে প্রায় আধ ঘণ্টার মধ্যেই পতন হয়েছে দুই উইকেটের। জিম্বাবুয়ে বাকি চারটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম। সবশেষে ইনিংসে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে সবকটি উইকেট হারিয়ে ২৬৫ রান।

দিনের প্রথম ওভারটা করেন আবু জায়েদ। পরের ওভারে আসেন তাইজুল ইসলাম। দুই ব্যাটসম্যান ডোনাল্ড তিরিপানো ও রেজিস চাকাভা সাবধানেই খেলতে থাকেন তাদের। তবে পেসার রাহী সুইং পেতে থাকেন খুব। সেই সুইংয়েই বল তিরিপানোর ব্যাটের কোনায় লেগে জমা পড়েছে উইকেটকিপার লিটন দাসের হাতে। ৩১ বলে ৮ রানে ফিরেছেন তিরিপানো। এর পর নতুন নামা এনডিলোভুকেও থিতু হতে দেননি রাহী। লেগ বিফোরের ফাঁদে ফেলে তাকে রানের খাতা খোলবার আগেই বিদায় দিয়েছেন। রাহীর পর টেস্টে প্রথমবারের মতো উইকেট শিকার করেন তাইজুল। বাঁহাতি স্পিনার লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন টিশুমাকে (০)।

আগের দিন অবশ্য পুরো ৯০ ওভার ব্যাট করেছে জিম্বাবুয়ে। ৬ উইকেটে করেছে ২২৮ রান। দিনটা হয়তো স্বস্তি নিয়েই মাঠ ছাড়তে পারতো সফরকারীরা। ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ আরভিন সেঞ্চুরি তুলে নিলেও তাকে দিনের শেষভাগে বিদায় দিয়েছেন নাঈম হাসান। ব্যাটিং বান্ধব উইকেটে এই অফ স্পিনারের দারুণ স্পিনেই জিম্বাবুয়ের প্রতিরোধ বেশি স্থায়ী হতে পারেনি। নাঈম প্রথম দিন নিয়েছেন ৪ উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App