×

সারাদেশ

সৈকত নয়, পারকি যেন ময়লার ভাগাড়!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫০ পিএম

সৈকত নয়, পারকি যেন ময়লার ভাগাড়!

পারকি সমুদ্র সৈকত

সৈকতে ঘুরতে এসে ময়লার ভাগাড় দেখলে কোনো পর্যটকেরই মন ভালো থাকার কথা নয়। পুরো সৈকত এলাকা জুড়ে দেখা মেলে না কোনো ডাস্টবিনের। যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা। সৈকতের ধারে ও সাগরের পানিতে ভেসে বেড়াচ্ছে ময়লা অর্বজনা ও ডাবের খোসা। এতে একদিকে সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে সৈকত পড়ছে ঝুঁকির মুখে। হারাতে বসেছে পারকির ঐতিহ্য। পারকি সৈকত ঘুরে দেখা যায়, একটি প্রভাবশালী চক্র সৈকতের দক্ষিণ পাশের চর থেকে সৈকতের বুকে বড় পাইপ বসিয়ে বালু নিয়ে যাচ্ছে জমি ভরাটের কাজে। বালু নেয়ার জন্য কাটা হয়েছে বাঁধও। সেখানে রয়েছে ইঞ্জিনচালিত একটি ড্রেজার। সন্ধ্যা নামলেই শুরু হয় বালু উত্তোলনের কাজ। ভরা মৌসুমেও তেমন দেখা মিলছে না পর্যটকের। ঘুরতে আসা পর্যটক কাজী রহিমা রুমি বলেন, সৈকতে কোনোভাবেই ময়লা ফেলা যাবে না। এতে সৈকতের পরিবেশ নষ্ট হয়। সৈকতের পরিবেশ সুন্দর রাখতে সচেতন হতে হবে। উপকূলকে রক্ষা করার জন্য বনবিভাগ প্রায় ৮০ হেক্টর জমিতে ঝাউগাছ লাগায়। গাছগুলো আর্কিটেকচারাল পদ্ধতিতে লাগানো হয়েছে। বর্তমানে দেশব্যাপী পরিচিতি লাভ করেছে পারকি সৈকত। পর্যটন মন্ত্রণলায় পারকি সমুদ্র সৈকতকে আধুনিক বিচ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পর্যটন করপোরেশন তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেয়। প্রকেল্পের কাজ শেষ হবে ২০২০ সালের জুনে। প্রকল্পটির মধ্যে রয়েছে ১৪টি বহুতল বিশিষ্ট আধুনিক কটেজ, একটি মানসম্মত বার, দুটি পিকনিক শেড, দুটি কিডস কর্নার জোন, আধুনিক রেস্তোরাঁ, কনভেনশন হল, চেঞ্জিং ক্লসেট ও ওয়েটিং রুম। কার পার্কিং জোন সুবিধাও রাখা হয়েছে। কমপ্লেক্স তৈরির জন্য ১৩ একর জায়গা নির্ধারণ করেছে পর্যটন করপোরেশন। চট্টগ্রাম জেলা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানী বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ বলেন, পারকি সমুদ্র সৈকত দেশের পর্যটক প্রেমীদের নিকট একটি জনপ্রিয় স্থান। এই সমুদ্র সৈকত যেন এক দৃষ্টিনন্দন প্রকৃতি। কিছু অসাধু ব্যক্তির জন্য দিনদিন হারাচ্ছে সৈকতের সৌন্দর্য। সৈকতকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন ৬ জন পরিচ্ছন্নকর্মীর। পর্যটকদের নিরাপত্তার জন্য প্রয়োজন ট্যুরিস্ট পুলিশ। এ বিষয়গুলো আমি প্রশাসনকে জানিয়েছি। আশা করছি, দ্রুত ব্যবস্থা নিবেন। আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, আমি এ সপ্তাহের মধ্যে সৈকতে ডাস্টবিন স্থাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিব। এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন বলেছেন, পারকি সমুদ্র সৈকত সরেজমিনে গিয়ে পরির্দশন করা হয়েছে। শিগগিরই ব্যবস্থা নেয়া হবে। https://www.youtube.com/watch?v=O9J_D1P2Tkc

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App