×

সাহিত্য

সাহিত্য মানুষের অন্তরে হাত দিতে পারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:২১ পিএম

সাহিত্য মানুষের অন্তরে হাত দিতে পারে

জিএম কাদের (ফাইল ছবি)

সাহিত্য মানুষের অন্তরে হাত দিতে পারে। বক্তৃতা বিবৃতি নয়, মানুষের অন্তর পর্যন্ত পৌঁছাতে পারে কেবল সাহিত্য। এজন্য সমাজ পরিবর্তনে সাহিত্য বড় ধরণের একটা অস্ত্র। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে ভিন্নমাত্রা প্রকাশনী আয়োজিত ২৫টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও লেখকের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এসব কথা বলেন। মেট্রোরেলের প্রধান প্রকৌশলী মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন, সমাজ সেবক ড. এমদাদুল হক, ড. সাইফ ফাতেউর রহমান, ড. সৈয়দ আজিজ, জাতীয় পার্টির সুনীল শুভ রায়, জাতীয় পার্টির কেন্দ্রিয় সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিকদার লোটন, সুলতান মাহমুদ, জেসমিন নুর প্রিয়াংকা, মিয়াজী হুদয়, মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটির উদ্বোধন করেন সাবেক তথ্যমন্ত্রী দীদাদ বখত। স্বাগত বক্তব্য দেন ভিন্নমাত্রা প্রকাশনীর কর্ণধার মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে স্বরচিত কবিতাপাঠ করেন কবিরা। জি এম কাদের আরো বলেন, ভাষার জন্য আমরা জীবন দিয়েছি। পৃথিবীর আর কোনো দেশে ভাষার জন্য জীবন দেয়নি। তাই সমাজ পরিবর্তন এবং সারা পৃথিবীব্যাপী ভূমিকা রাখতে ভাষাকে ধরে রাখার চর্চা করতে হবে। জ্ঞান বিকাশের জন্য অন্যান্য ভাষার দিকে নজর দিতে হবে এমন মন্তব্য করে তিনি আরো বলেন, শিক্ষিত হলে বিশ্বের জ্ঞান ভাণ্ডারে হাত দিতে হবে। এর জন্য চাই অনুবাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App