×

সাহিত্য

রাজনীতির বই তরুণদেরও টানছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪২ পিএম

রাজনীতির বই তরুণদেরও টানছে
অমর একুশে গ্রন্থমেলায় আসা রাজনীতির বইয়ের সংখ্যা নেহাত কম নয়। দীর্ঘ ইতিহাসের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। বায়ান্ন থেকে একাত্তর রাজনৈতিক আবেগ আর সংগ্রামের মধ্য দিয়ে আসতে হয়েছে বাঙালি জাতিকে। সে কারণেই রাজনীতি বিষয়ক বই লেখা ও পাঠ করার প্রবণতা বেশি। এবারের বইমেলায় রাজনীতি নিয়ে অনেক বই এসেছে। রাজনীতিবিদদের লেখা বইও কম নয়। বয়স্কদের পাশাপাশি রাজনীতির বই টানছে এখন তরুণ পাঠকদেরও। তরুণরাও এখন রাজনীতি বিষয়ক বই কিনছেন মেলা থেকে। এবার ঐতিহ্য নিয়ে এসেছে আমীন আল রশীদের ‘সংবিধানের রাজনৈতিক বিতর্ক’, একেএম শাফি’র ‘দ্য কন্সটিটিউশনাল পলিটিক্স অব এ ডেভেলপিং কান্ট্রি’ ও মনজুরুল হকের ‘উপমহাদেশের কৃষক বিদ্রোহ’। কথাপ্রকাশ নিয়ে এসেছে হাসান আজিজুল হকের ‘রাজনীতির অলিগলি’, মুনতাসীর মামুনের ‘বাংলাদেশ ১৯৭১ : গণহত্যা-নির্যাতনের রাজনীতি’ ও সনৎকুমার সাহার ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’। ইত্যাদি গ্রন্থ প্রকাশ এনেছে শেখ মুহম্মদ ইব্রাহীমের ‘মুক্তিযুদ্ধ রাজনীতি ও অন্যান্য’। বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে মহিউদ্দিন আহমদের ‘বেলা-বেলা : বাংলাদেশ ১৯৭২-১৯৭৫’। তবে বেশ কিছু বই এনেছে প্রথমা। এর মধ্যে সৈয়দ মনজুুরুল ইসলামের ‘ইতিহাসের রূপকার তাজউদ্দিন আহমদ’, আনিসুজ্জামানের ‘সমাজ-সংস্কৃতি-রাজনীতি: দশটি বক্তৃতা’, কামাল হোসেনের ‘বাংলাদেশ : স্বাধীনতা ও ন্যায়ের সন্ধানে’, মোহাম্মদ এমদাদুল ইসলামের ‘রোহিঙ্গা: নিঃসঙ্গ নিপীড়িত জাতিগোষ্ঠী’, নূরুল ইসলামের ‘ইন্ডিয়া-পাকিস্তান-বাংলাদেশ: এ প্রিমিয়ার অন পলিটিক্যাল হিস্টোরি’ উল্লেখযোগ্য। মূলমঞ্চের আয়োজন: বিকেলে অনুষ্ঠিত হয় মুর্শিদা বিন্তে রহমান রচিত স্বাধীনতার পথে বঙ্গবন্ধু : পরিপ্রেক্ষিত ১৯৭০-এর নির্বাচন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ পাঠ করেন মুস্তাফিজ শফি। আলোচনায় অংশ নেন আখতার হুসেন, মাহবুব সাদিক এবং আলম খোরশেদ। লেখকের বক্তব্য প্রদান করেন মুর্শিদা বিন্তে রহমান। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। আলোচ্য গ্রন্থে লেখক বঙ্গবন্ধুর ভাষ্য, ভাষণ, নানা তথ্য উপাত্ত এবং দুর্লভ চিত্র সংযোজনের মাধ্যমে একে গবেষণাধর্মী গ্রন্থের পর্যায়ে উন্নীত করেছেন। কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি শামীম আজাদ, ফেরদৌস নাহার, আমিনুর রহমান সুলতান, মুস্তাফিজ শফি, প্রত্যয় জসীম এবং সঞ্জীব পুরোহিত। সংগীত পরিবেশন করেন অপর্ণা খান, মো. মনিরুজ্জামান ভূঁইয়া, ডালিয়া সুলতানা, সুমন চন্দ্র দাস, মো. নূরুল ইসলাম, হাসান মাহমুদ এবং সৈয়দা কবিতা। লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন মশিউল আলম, মাহবুব রেজা, রুমা মোদক, চাণক্য বাড়ৈ। মোড়ক উন্মোচন অনুষ্ঠান: গতকাল রাববার গ্রন্থ মেলার মোড়ক উন্মোচন মঞ্চে মাহবুব রহমান রচিত ‘চোখের পাতায় বৃষ্টি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। মোড়ক উন্মোচন করেন কবি নাসির আহমেদ। বইটি প্রকাশ করেছে পাতা প্রকাশ। নতুন বই অমর একুশে গ্রন্থমেলার ২২তম দিনে নতুন বই প্রকাশ হয়েছে ১৫৪টি। এর মধ্যে ইউনিভার্সাল একাডেমি থেকে প্রকাশ হয়েছে ড. মাহবুব উল্লাহ’র ‘পূর্ব বাংলার বাম ও কমিউনিস্ট আন্দোলন ১৯৪৭-১৯৭১: সাফল্য ও ব্যর্থতা, বাংলা একাডেমি থেকে মুর্শিদা বিনতে রহমান রচিত ‘স্বাধীনতার পথে বঙ্গবন্ধু: পরিপ্রেক্ষিত ১৯৭০-এর নির্বাচন’, কথাপ্রকাশ থেকে এসেছে ইমদাদুল হক মিলনের ‘ভালোবাসা-২’ ও ‘ভালোবাসা-৩’, অন্যপ্রকাশ থেকে এসেছে পীর হাবিবুর রহমানের ‘বলিউডের ট্র্যাজিক প্রেম, অনিন্দ্য প্রকাশ এনেছে আনজীর লিটনের ‘ছড়াসমগ্র-৩’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App