×

সারাদেশ

মাদারীপুরে ছোটদের সংসদ নির্বাচনে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৩ পিএম

মাদারীপুরে ছোটদের সংসদ নির্বাচনে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
মাদারীপুরে ছোটদের সংসদ নির্বাচনে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
মাদারীপুরে ছোটদের সংসদ নির্বাচনে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
মাদারীপুরে ছোটদের সংসদ নির্বাচনে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
স্কুলে ব্যতিক্রমী কিছু যে হচ্ছে তা টের পাওয়া যাচ্ছিল বাইরে থেকেই। শিশুদের কোলাহল আর শ্লোগান শোনা যাচ্ছিল দূর থেকেও। প্রবেশপথেই দেখা গেল দুই পাশে রশিতে ঝোলানো হাতে লেখা নানা রঙের পোস্টার। তাতে নিজেদের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে নানা আকুতি। ‘বন্ধু তোমার একটি ভোটে, যোগ্য প্রার্থী যাবে জিতে’, ‘রাব্বী কাজির দুই নয়ন, আমাদের স্কুলের উন্নয়ন’, ‘ভোটে এসেছি প্রথমবার, পাশে চাই আমি সবার’ জয়বাংলা, জিতবে এবার রাবেয়া। তোয়া মনি হাসি খুশি, ভোট পাবে বেশী বেশী, ইত্যাদি শ্লোগানসংবলিত শত শত পোস্টারে রঙিন স্কুল প্রাঙ্গণ। সারা ক্যাম্পাস রঙ্গিন কাগজে মোড়ানো, যেন একটি উৎসব। সর্বত্র উৎসবের আমেজ। চারিদিকে পেষ্টার ব্যানার ফেষ্টুনে ছেয়ে গেছে। বিদ্যালয় প্রাঙ্গনে সারি সারি দির্ঘ লাইন। ভোট কক্ষে একজন যাচ্ছেন অন্যজন বেরিয়ে আসছেন। সবাই সুশৃঙ্খল। কক্ষে সহ-প্রিজাইডিং, পুলিং অফিসার। আছে প্রতিদন্দ্বী প্রার্থীর এজেন্ট, পর্যবেক্ষক, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ভোটার তালিকা ,আছে স্বচ্ছ ভোটার বাক্স,অমোছনীয় কালি। আয়োজনের কোন ঘাটতি নেই। সবই জাতীয় নির্বাচনের আদলে অনুষ্ঠিত হয়ে গেলো ছোটদের সংসদ নির্বাচন। দৃশ্যটি মাদারীপুরের রাজৈর উপজেলা সদরের রাজৈর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি-২০২০) অনুষ্ঠিত স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের। গনতন্ত্র চর্চা ও ইতিবাচক গঠন মূলক এবং সৃজনশীল কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের আরো দায়িত্বশীল ও পাঠে অধিকতর মনোযোগী করায় গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে এমন লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিবছর প্রাথমিক স্তরের বিদ্যালয়ে শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত হচ্ছে স্টুডেন্ট ক্যাবিনেটের ৭ সদস্য। শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, অনুষ্ঠিত বিদ্যালয়গুলোতে জাতীয় বা স্থানীয় গুরুত্বপূর্ণ নির্বাচনের আদলে পোস্টার, ব্যানার টাঙিয়ে আনন্দঘন পরিবেশে ও শিক্ষকদের কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। চলবে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা ভোট প্রদান করে তাদের ক্ষুদে নেতা নির্বাচন করবে। সারাদেশ ব্যাপী একযোগে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিটা বিদ্যালয়ে মোট ৭জন করে প্রার্থী নির্বাচন করছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে স্টুডেন্টস্ কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্বের ক্ষেত্র ও কর্মবন্টন ভাগ করে দেওয়া হয়েছে। ৭জন নির্বাচিত প্রতিনিধির কর্মক্ষেত্র হলো পরিবেশ সংরক্ষণ, পুস্তক শিক্ষাসামগ্রী সংরক্ষণ, স্বাস্থ্য সুরক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি, পানি সম্পদ, বৃক্ষ রোপন , বাগান তৈরি ও অভ্যর্থনা। নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই ভোট গ্রহণ কাজের দায়িত্বপ্রাপ্ত পোলিং, সহকারী প্রিজাইডিং ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছে এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীরা নির্বাচনে ভোট দিচ্ছে। সরোজমিন রাজৈর সরকারী মডের প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাঠে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একে একে ক্লাস রুমে গিয়ে বসানো ভোটবাক্সে ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে আসে শিক্ষার্থীরা। ভোট কক্ষে জাতীয় পর্যায়ের ভোটের মতোই পোলিং অফিসার, প্রার্থীদের এজেন্টরা উপস্থিত ছিল। তারা ভোটারদের সহায়তা করে। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে খুদে শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। তবে কিছু কিছু অনিয়ম দেখা গেছে মাঠে। কিছু কিছু অবিভাবক নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করে। অবশ্য প্রশাসনের কড়া হুশিয়ারীতে তারা বেশীক্ষন মাঠে থাকতে পারেনি। এ সময় কিছু অবিভাবক অভিযোগ করে বলেন, সকাল ৯টায় নির্বাচন শুরু হওয়ার কথা থাকলে টিচারদের গাফলতির কারনে এখানে শুরু হয়েছে সাড়ে এগারটায়। যে কারণে অনকে অষন্তোষ প্রকাশ করেন। এ ছাড়াও প্রার্থীদের কাছ খেকে কোন প্রকার টাকা পয়সা নেয়ার বিধান না ধাকলে প্রধান শিক্ষক নিখিল রঞ্জন দত্ত প্রতি প্রার্থীর কাছ থেকে দুই শত টাকা করে নিয়েছে। যা নিয়মের পরিপন্থী। রাজৈর সদরের দক্ষিন রাজৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিশুরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। কোথাও কোন অনিয়ম চোখে পড়েনি। সর্বত্র খুশীর আমেজ। জান্নত আরা নামের একজন ভোটার জানান, আমাদেও খুব ভালো লাগছে। আমরা বড় হয়ে নির্বাচনে দাঁড়াতে পারব। নির্বাচন সম্পর্কে ধারনা পেলাম।রাব্বী কাজি নামের একজন প্রার্থী জানান, ভবিষ্যতে যাতে নেতৃত্ব দিয়ে দেশের জন্য কাজ করতে পারি তার জন্য ভোটে দাঁড়িয়েছি। মাদারীপুর পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভেতরে প্রতিটি বুথের মুখে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। শৃঙ্খলা রক্ষার দায়িত্বেও তৎপর শিক্ষার্থীরাই। ভোটকক্ষে দেখা গেল প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছে একই শ্রেণীর ছাত্র জিসাদ। পোলিং অফিসার হিসেবের আছে দুজন। তারা ভোটারদের হাতে নিরাপত্তা চিহ্ন হিসেবে অমোচনীয় কালি লাগিয়ে দিচ্ছে। নির্বাচনে এই ক্লাসের দুই প্রার্থী। তাই তাদের পক্ষে রয়েছে দুজন এজেন্ট। তারাও পাশাপাশি বসা। পোলিং এজেন্ট সুলতানা বলছিল, নিজেদের ভোট তাই সুশৃঙ্খলভাবে সবাই ভোট দিচ্ছে। কোন সমস্যা হচ্ছে না। এই সুযোগ করে দেয়ার জন্য শিশুরা সরকারকে ধন্যবাদ জানাল। এমন চিত্রই দেখা যায় জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে। ঠিক এমন এক নির্বাচনী উৎসবের মধ্য সারা দেশে এক যোগে হয়েছে মন্ত্রিসভা। ভর্তির হার বৃদ্ধি, ঝরে পড়া রোধ, উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা আর শিশুদের মাঝে গণতন্ত্র চর্চার লক্ষ্য সামনে রেখে হয়েছে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন। কোন রকমের বিরোধ নয়, উৎসবের আমেজে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতেই শিক্ষার্থীরা ছাত্রসংসদের আদলে করে দেখাল স্টুডেন্টস কেবিনেট নির্বাচন। শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান, আজ শিক্ষার্থীরা নানা উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করছে। সেই নেতার নির্দেশ মেনে চলছে। লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ের নানা কর্মকান্ড যুক্ত হচ্ছে। এতে ওসব ছাত্রছাত্রী দায়িত্ব সম্পর্কে সচেতন হচ্ছে নিজের মূল্যবোধ তৈরিসহ শিক্ষা প্রতিষ্ঠানেরও উন্নয়ন হচ্ছে। সব স্থানে দলনেতা মানতে হয়, শিক্ষার্থীরা বিদ্যালয়ে সেই জ্ঞানার্জনের সুযোগ পাচ্ছে। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা আর গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে পারছে। এ নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা নিজেদের দায়িত্ব যথাযথ পালন করবে, আর যারা নির্বাচিত হবে না তারা মন খারাপ না করে বিজয়ীদের সঙ্গে থেকে নিজেদের দায়িত্ব পালন করবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো ঃ নাসির উদ্দিন জানান,শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্র চর্চা, নিজেদের অধিকার সম্পর্কে ধারণা, পরমত সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা তৈরি, শিক্ষার্থী ঝরে পড়ার হার রোধসহ নিজেদের মূল্যবোধ ও দায়িত্ব সম্পর্কে শিক্ষা প্রদানে স্কুল কেবিনেট নির্বাচন আয়োজন করা হচ্ছে। সকাল নয়টায় শুরু হয়ে বিরতিহীন ভোটগ্রহণ চলে দুপুর দুটো পর্যন্ত। বিকেলে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App