×

মুক্তচিন্তা

বাংলা বিশ্ববিদ্যালয় স্থাপন সময়ের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৭ পিএম

বাংলা ভাষা শুধু মুখের ভাষা বলেই আমাদের ভাষা নয়। এই ভাষা এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নিজের হয়েছে, যেখানে অধিকার আদায়ের জন্য রক্ত ঝরার চিহ্ন আছে, যে ভাষার ইতিহাসে মিছিলের শব্দ, গুলি আর তারুণ্যের জয়গানের দীপ্ততা আছে। একটি ভাষা মানুষকে প্রকাশ করার অধিকার দেয় আর আমরা ভাষাকে প্রকাশ করার জন্য নিজেদের তাজা রক্ত দিয়েছি। বাঙালির পুরো ইতিহাসই যেখানে সংগ্রামের সেখানে ভাষাও সংগ্রাম করে নেয়া হবে এ যেন লিখনই ছিল আমাদের ভাগ্যে! দিন যাচ্ছে, বাংলা ভাষার মর্যাদা বিশ্ববাসী বুঝতে পারছে। একুশকে অহঙ্কার হিসেবে দেখছে আন্তর্জাতিক অঙ্গন ও আমরা। আমরা প্রতিনিয়ত আমাদের ভাষাকে ধারণ করার মন্ত্র শিখছি, চেষ্টা করছি এবং ভাষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য কাজ করছি। সব কিছুর পরও ভাষার প্রতি আমাদের নিজেদের দায়িত্বের জায়গাকে আরো প্রসারিত করা আমাদেরই দায়িত্ব। মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আমাদের প্রাচীন ও আঞ্চলিক ভাষাকে সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ ভাষার প্রচল ও আঞ্চলিক ভাষা জানার দায়িত্ব পৌঁছে দেয়া। বাংলা একাডেমি ভাষা সংরক্ষণ ও ভাষার বিস্তৃতি ঘটাতে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। ভাষাকে পৌঁছে দিচ্ছে সাহিত্যের মাধ্যমে, বিশ্বসাহিত্য কেন্দ্র। কিন্তু ভাষাকে সংরক্ষণ করে তার ওপর গবেষণা এবং বাংলা ভাষার সব উপাদানকে এক করে তা নিয়ে দীর্ঘমেয়াদি কাজের জায়গাটি তেমন প্রসারিত নয়। কিন্তু এই বিশেষ চিন্তাটি ১৯৬২ সালেই ভাষাসৈনিক প্রিন্সিপাল আবুল কাসেম করেছিলেন। তিনি বাংলা ভাষার বিস্তৃতিকে মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য ঢাকার মিরপুরে গড়ে তোলেন সরকারি বাংলা কলেজ নামের একটি প্রতিষ্ঠান। এই বাংলা কলেজ প্রতিষ্ঠার পেছনে ছিলেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহসহ তৎকালীন অনেক শিক্ষাবিদ, সাংবাদিক ও সুশীল মানুষ! বাংলা কলেজ প্রতিষ্ঠার জন্য তৎকালীন এখানে পড়ুয়া ছাত্রছাত্রীদের উপহাস করে বলা হতো এরা বাংলা মৌলভি হবে! তবুও ওই সময়ে বাংলা কলেজ বাংলা ভাষার বিস্তৃতি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে কোনো বাংলা বিশ্ববিদ্যালয় না থাকা আমাদের বাঙালিদের জন্য একটা অপ্রাপ্তির জায়গা বলা যায়। বাংলা কলেজকেই বাংলা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে একটি বড় পদক্ষেপ নেয়া যেতে পারে বলে মনে করি। ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। যেহেতু একটি কলেজ এ নামে আছে সুতরাং এটিকেই বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার আবেদন রাখছি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। বাংলা কলেজের নামটি মুক্তিযুদ্ধের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। মুক্তিযুদ্ধের সময় এ কলেজকে গণহত্যার স্থান হিসেবে ব্যবহার করা হয়েছে! অবরুদ্ধ করে রাখা হয়েছে ৯ মাসেরও অধিক সময়! বাংলা কলেজকে বাংলা বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে আমাদের বাংলা বিশ্ববিদ্যালয়ের অভাব পূর্ণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সাঈদ চৌধুরী, শ্রীপুর, গাজীপুর। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App