×

আন্তর্জাতিক

করোনায় চীনের পর ইরানে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

Icon

nakib

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:২০ এএম

করোনায় চীনের পর ইরানে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

এবার ইরানে করোনার হানা

ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যুর পর করোনা আক্রান্ত ১৪ টি প্রদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চীনের পর ইরানেই এ মরণঘাতি ভাইরাসে মৃত্যের সংখ্যা সবচেয়ে বেশি। আক্রান্তদের অধিকাংশ কোম শহরের বাসিন্দা বলে জানানো হয়েছে। ভাইরাসটি যাতে ছড়াতে না পারে সে জন্য কোম, মারকাজ, গিলানসহ ১১টি প্রদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, আর্ট ও সিনেমা হলগুলো বন্ধ করে দেয়া হয়েছে। কোম শহরের প্রধান মেডিকেল কর্মকর্তা কোমকে সহায়তার আহ্বান জানিয়েছেন। কীভাবে ভাইরাসটি ইরানে ছড়িয়ে পড়েছে এ বিষয়ে নিশ্চিত কোন তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে চীনা শ্রমিকদের মাধ্যমে দেশটিতে কোভিড-১৯ রোগটি ছড়িয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App