বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একটি টেস্টের শেষ হলো আজ দ্বিতীয় দিন। প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে খেলতে নেমে নিজেদের ঝুলিতে ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। আগের দিনের ২২৮ রানের সঙ্গে মাত্র ৩৭ রান যোগ করতেই খুইয়ে ফেলে বাকি চারটি উইকেট। দলের হয়ে ইরভাইন করেছেন সর্বোচ্চ ১০৭ রান। বাংলাদেশের হয়ে আবু জায়েদ ও নাঈম হাসান শিকার করেন ৪টি করে উইকেট।
জাবাবে বাংলাদেশ খেলতে নেমে শুরতে ভালো করতে পারেনি। দলের ১৮ রানে সাইফের বিদায়ে সবার মনে পরে যার ব্যাটিং ব্যর্থতার পুনরাবৃত্তি নিয়ে সন্দেহ। কিন্তু না, তামিমের সঙ্গে শান্ত যোগ হয়ে পাল্টে দেন রানের চাকা। দুর্দান্ত খেলে ৭১ রানে বিদায় নেন নাজমুল হাসান শান্ত। পরে মুুমিনুল এসে যায়গ করে নেন শান্তর। ব্যাটিংয়ের ধার যেন তারও কম নয়। রয়েছেন শতক পেরোনো অপেক্ষায়। সঙ্গি হিসেবে অপর পক্ষে আছেন খেলার মোড় ঘুড়িয়ে দেয়া মুশফিকুর রহিম।
দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৭১ ওভারে ২৪০ রান। ৭৯ রান নিয়ে মুমিনুল ও ৩২ রান নিয়ে মুশফিক ক্রিজে আছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।