×

প্রবাস

রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৪ পিএম

রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বক্তব্য দেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাস্ট্রদূত গোলাম মসীহ

রিয়াদ বাংলাদেশ দূতাবাস চত্বরে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাস্ট্রদূত গোলাম মসীহ বলেন - জয় বাংলা দিয়েই দেশ স্বাধীন হয়েছে, তাই দলমত ভুলে গিয়ে প্রতিটি মানূষের উচিত জয় বাংলা বলা, জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করা হয়েছে, কোন রাষ্ট্রদূতের পেইজে জয় বাংলার স্লোগান আছে কিনা আমি জানি না, আমার পেইজের প্রথম স্লোগান জয় বাংলা লিখা আছে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত এর সাথে জাতীয় পতাকা উত্তলন, ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে রাস্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, এরপর স্থানীয় ফ্রেন্ডস অব বাংলাদেশ, আওয়ামী পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পরিষদ, আওয়ামী যুবলীগ, জাতীয় শ্রমিকলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ, জাতীয়তাবাদী দল বিএনপি, প্রবাসী কুমিল্লা জেলা আওয়ামী ফোরাম, প্রবাসী সাংবাদিক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন, রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুল, ঢাকা মেডিকেল সেন্টার, শ্যাডো, রিয়াদ বাংলাদেশ থিয়েটারসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দ।

রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর হুমায়ুন কবির এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অনুবাদক মো. সাদেক হোসেন - ভাষা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য দেন দূতাবাসের মিশন উপ প্রধান ডক্টর মো. নজরুল ইসলাম।

ভাষা শহীদের স্মরণে প্রবাসী আবৃত্তিকারগণ কবিতা আবৃত্তি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App