×

আন্তর্জাতিক

মার্কিন-তালেবান যুদ্ধবিরতিতে শান্তির আশা

Icon

nakib

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩০ পিএম

মার্কিন-তালেবান যুদ্ধবিরতিতে শান্তির আশা

আফগানিস্তানের রাস্তায় নিরাপত্তা টহল

আঠরো বছর ধরে রক্তক্ষয়ি যুদ্ধের পর সাতদিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করছে তালেবান-আফগান ও মার্কিন সেনারা। শুক্রবার থেকে কার্যকর হওয়া এ যুদ্ধবিরতি নতুন করে শান্তির আশা জাগাচ্ছে আফগানিস্তানে। মার্কিন ও তালেবান প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর সাময়িক এ যুদ্ধবিরতি শান্তিপূর্ণভাবে পালিত হলে নতুন কোন শান্তি চুক্তির মাধ্যমে আফগানিস্তানে থেকে মার্কিন সেনা প্রত্যাহার হতে পারে বলে আশা করা হচ্ছে। টেলিভিশনে আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি জানায় যুদ্ধবিরতির  এক সপ্তাহ সেনারা নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। অন্যদিকে তালেবান প্রতিনিধি জানায় সৈন্যরা নিয়মিত টহল অব্যাহত রাখবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও জানায় এক সাপ্তাহের এ শান্তি চুক্তি সফল হলে ২৯ ফেব্রুয়ারি তারা তালেবানের সাথে একটি শান্তি চুক্তির দিকে যাবে। উলেলখ্য, ২০০১ সালে মার্কিন হস্তক্ষেপে আফগানিস্তানে তালেবান সরকারের পতন ঘটে। সে সময় থেকে দেশটিতে যুদ্ধ চলে আসছে যাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App