×

আন্তর্জাতিক

ভারতে নারীদের ফিটনেস প্রমাণে গাইনি টেস্ট!

Icon

nakib

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৫ পিএম

ভারতে নারীদের ফিটনেস প্রমাণে গাইনি টেস্ট!

নারীর প্রতি অমানবিকতা

ভারতে কর্মক্ষেত্রে নারীদের কর্মদক্ষতা প্রমাণ করতে গাইনী টেস্ট করানো হচ্ছে বলে অভিযোগ ওঠার পর তদন্ত শুরু হয়েছে। সুরাটে সরকারি অফিস সহায়ক হিসেবে কাজ করাক সময় নারীদের গর্ববতী কিনা সেটাও পরিক্ষা করা হচ্ছে বলে ওঠেছে। গুজরাটের একটি কলেজ হোস্টেলে মেয়েদের আন্ডাওয়্যার খুলে তাদের মাসিকের অবস্থা যাচাইয়ের অভিযোগের পরই গাইনি পরিক্ষার ঘটনা ঘটলো। সর্বশেষ সুরাট পৌর ইউনিয়নে অভিযোগটি গত বৃহস্পতিবার দায়ের করেন একজন নারী। সেখানে ১০০ জন নারী কাজ করেন। অভিযোগ অনুসারে সরকারি একটি হাসপাতালে শারীরিক চিকিৎসার সময় এমন ঘটনা ঘটে। ৩ বছর কাজ করার পর সবাইকে এ শারীরিক পরিক্ষায় অংশ নিতে হয়। সেখানে ১০ জন নারীদের একটি দলকে উলঙ্গ করা হয় এবং বিতর্কিত ফিঙ্গার টেস্ট করানো হয়। অভিযোগে বলা হয় এ পরিক্ষা করার সময় ঘরের দরজাটিও ভালোভাবে লাগানো হয়নি। দরজায় একটি পাতলা পর্দা টেনে দিয়েই কাজটি করা হয় অথচ বাইরে থেকে সব দেখা যাচ্ছিলো। উল্লেখ্য ভারতে নারীর নিরাপত্তা ও নারী নির্যাতন নিয়ে অনেক অভিযোগ রয়েছে। এখন চাকরিক্ষেত্রে এমন অভিযোগ নতুন বিতর্কের জন্ম দিয়েছে দেশটিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App