×

খেলা

জয়ে ফেরার মিশনে শুরুতেই উইকেট পেল টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৮ এএম

জয়ে ফেরার মিশনে শুরুতেই উইকেট পেল টাইগাররা

বাংলাদেশ দল।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়েছে।  জিম্বাবু খেলতে নেমে দলিয় ৭ রান করতেই আবু জায়েদের ঘুর্নিতে ২ রান করে সাজ ঘরে ফিরে যান ওপেনার ব্যাটস ম্যান কাসুজা। শেষ খবর পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৯ রান।

টেস্টে সর্বশেষ ছয় ম্যাচেই হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটি ছিল ইনিংস ব্যবধানে হার। এবার জয়ে ফেরার মিশন টাইগারদের। টানা হারের পরেএখন জয়ের স্বপ্ন তাদের।  ব্যাটিংয়ে ফিরে নিজেদের অবস্থান কতটা দৃঢ় করতে পারবে এখন সেটিই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। তাই ঘুরে দাঁড়াতে চাইবে মুমিনুলের নেতৃত্বাধীন দল।

এরআগে ভারতের সঙ্গে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে পরাজয় হয় বাংলাদেশের। পরে পাকিস্তান সফরেও ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি টাইগার ব্যাটসম্যানরা। যেন ঘরে ফিরতে খুব তাড়া। সেখানেও ইনিংস ব্যবধানে পরাজয় হয় বাংলাদেশের।

২০১৮ সালে সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৫১ রানের বড় জয় পেয়েছিল জিম্বাবুয়ে। ঘরের মাঠে আফগানিস্তানের মতো দলের কাছেও বাংলাদেশের।

এ ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। গত ২২ বছরে দুই দল তিন ফরম্যাট মিলিয়ে ৯৯ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে। আজ মিরপুরে পূর্ণ হল সেঞ্চুরি। ৯৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫৭ ম্যাচে, জিম্বাবুয়ের জয় ৩৯, ড্র হয়েছে তিন ম্যাচ। বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই দলই কোনো দলের বিপক্ষে এত ম্যাচ খেলেনি। বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। জিম্বাবুয়ে ৮৭ ম্যাচ খেলেছে পাকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্র্যান্ডন টেলর (উইকেটরক্ষক), টিমিসেন মারুমা, সিকান্দারা রাজা, রেগিস চাকাভা, টিনোটেন্ডা মোটোম্বোডজি, ডোনাল্ড তিরিপানো, এইন্সলে এনডিলোভু, ভিক্টর নায়াউচি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App