×

রাজধানী

গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে অগ্রগতি বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪১ পিএম

গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে অগ্রগতি বাংলাদেশের

সাংবাদিকদের ব্রিফ করছেন মনিরুল ইসলাম। ছবি: ভোরের কাগজ।

গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে ৬ ধাপ কমে ৩১ এসেছে বাংলাদেশ। বিষয়টি একটি ইতিবাচক দিক। উগ্রবাদ রোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য জানান কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মনিরুল ইসলাম।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া লাউঞ্জে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, আমারা সন্ত্রাসবাদ নিয়ে খবর প্রকাশের খেত্রে কিছু বিষয় বিবেচনায় নিতে পারি। আমরা ততটুকুই লাইভে দেখাবো যা সন্ত্রাসীদের কোনো ইংগিত দেবে না।

দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, সন্ত্রাসীরা এমন জায়গা কিছু হোস্টেজকে জিম্মি করলো, সবার পরিচয় নিশ্চই জঙ্গিদের জানা থাকেনা। কিন্তু টিভিতে লাইভে হোস্টেজদের পরিচয় দিয়ে দেখানো হচ্ছে। সে খেত্রে গুরুত্বপূর্ণ কোন ব্যাক্তি থাকার বিষয় জানা গেলে সন্ত্রাসীরা তাদের সহজে টার্গেট করে ফেলতে পারে। যা মুম্বাই হামলার সময় হয়েছিল। সে খেত্রে আমাদের সচেতন হতে হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, সৈয়দ ইশতিয়াক রেজা ও জ.ই মামুনসহ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App