×

জাতীয়

খালেদার মামলা নিয়ে স্থায়ী কমিটির পর্যবেক্ষণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩২ পিএম

রোববার (২৩ ফেব্রুয়ারি) উচ্চ আদালতের শুনানীতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিষয় নিয়ে পর্যালোচনা করেছে বিএনপির স্থায়ী কমিটি। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে টানা ৪ ঘন্টা এই বৈঠক হয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে। বৈঠকের পর গণমাধ্যমকে কোনো ব্রিফিং করেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিনের শুনানী হবে। গত বুধবার খালেদা জিয়ার আইনজীবীরা এই জামিন আবেদন করেন। লন্ডন থেকে স্কাইপতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করেন। বিকেল চারটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয় রাত আটটা পর্যন্ত চলে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

মুলতবী বৈঠকের তারিখ পরে জানানো হবে বলেও জানান তিনি। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App