×

আন্তর্জাতিক

করোনায় ২ জনের মৃত্যুর পর অবরুদ্ধ ইতালির শহর

Icon

nakib

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৭ পিএম

করোনায় ২ জনের মৃত্যুর পর অবরুদ্ধ ইতালির শহর

করোনা আতংকে ইতালির ফাঁকা রাস্তা

ইতালিতে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর পর রাস্তাগুলো ফাঁকা হয়ে গেছে এবং নাগরিকদের বাইরে বের না হতে সতর্ক করা হয়েছে। কডোগনো শহরের রাস্তায় “প্রবেশ নিষেধ” সংকেত ব্যবহার করা হচ্ছে। ১৫ হাজার মানুষের এ শহরে ইতোমধ্যে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। শনিবার দেশটির সংবাদমাধ্যম এএনএসএ জানিয়েছে লোমবারডি অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। এক আগের দিন আরো একজনের মৃত্যু হয়েছিল ভেনেটু রাজ্যে। রোমেও করোনায় আক্রান্ত ৩ জনেরে চিকিৎসা চলছে। কডোগনোতে মাত্র একটি বেকারি ও ফার্মাসি খোলা ছিল আর বাকি সব দোকানে “বন্ধ” সংকেত ঝুলছিল। শহরটির মেয়র ফ্রন্সিসকো জানায় মরণঘাতি করোনার ব্যাপক বিস্তারে শহরের বাসিন্দারা “চরম আতংকিত”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App