এক দিনের মধ্যেই দক্ষিণ কোরিয়াতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিগুণ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটি। কর্মকর্তারা জানান শুক্রবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২২৯ জন তবে শনিবার এ সংখ্যা বৃদ্ধি পেয়ে দাড়ায় ৪৩৩ জনে। এ পর্যন্ত দুজন রোগীর মৃত্যুর পর আতঙ্ক আরো বৃদ্ধি পেয়েছে দেশটিতে।
এদিকে চীনের সাথে সরাসরি কোন যোগাযোগ না থাকার পরও ভাইরাসটি ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।
চীনে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৭৬ হাজার ২৮৮ জন এবং ২ হাজার ৩৪৫ জন মৃত্যুবরণ করেছেন মরণঘাতি এ ভাইরাসে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।