×

জাতীয়

রাজধানীর সব পথ শহীদ মিনারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫২ এএম

মহান ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর সব পথ এক হয়ে মিশেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। স্মৃতির মিনারে নেমেছে সর্বস্তরের জনতার ঢল। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার নেতৃবর্গসহ সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করছে কেন্দ্রীয় শহীদ মিনারে।

অমর একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, ডেপুটি স্পিকারের শ্রদ্ধা জানানোর পর শহীদ মিনার অভিমুখে প্রভাতফেরিতে নামে জনতার ঢল। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা সেই জনস্রোত এসে মিশে গেছে শহীদ মিনারে।

অনেক‌ই শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে বাসা থেকে খালি পায়ে শহীদ মিনারে আসেন ভাষাসৈনিকদের শ্রদ্ধা জানাতে।

উল্লেখ, ১৯৫২ সালের এই দিনটিতে ভাষা আন্দোলন দমন করতে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করেছিল। ছাত্ররা সেই ধারা ভঙ্গ করে মিছিল বের করলে সেই মিছিলে গুলিবর্ষণ করা হয়। গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার। শহীদের স্মরণেই প্রতিবছর একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের সামনে এসে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ফুলে ছেয়ে যায় মিনারের বেদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App