×

সাহিত্য

প্রভাতফেরী থেকে বইমেলায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৯ পিএম

শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর সবাই ভিড় জমিয়েছেন অমর একুশে গ্রন্থমেলায়। পায়ে পায়ে মুখর প্রাণচঞ্চল হয়ে উঠেছে মেলা চত্বর। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল আর সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বিনম্র শ্রদ্ধা।

এরপর ভোরে গোটা নগরের সব পথ এসে মিশে যায় প্রভাতফেরীতে। শহীদ মিনার চত্বরে হাজারো মানুষের ভিড় জমে। হাতে হাতে ফুল আর কণ্ঠে সেই সুর, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী।

এর মধ্যেই সকাল আটটায় খুলে যায় অমর একুশে গ্রন্থমেলার দ্বার। প্রভাতফেরিতে যোগা দেয়া অনেকেই ঢুকে যান বইমেলায়। প্রাণের স্পন্দনে মুখর হয়ে ওঠে মেলা চত্বর। শহীদ দিবসকে ঘিরে দর্শনার্থীর পোশাকেও ছিল একুশের শহীদদের প্রতি শ্রদ্ধার চিহ্ন। সাদা কালোয় সেখানে ফুটে ওঠে একুশের আবহ। আমার গর্বের বর্ণমালা দেখা গেছে কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের পোশাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App