×

খেলা

জেমি ডে ফিরছেন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১১:০২ এএম

জেমি ডে ফিরছেন আজ

জেমি ডে (ফাইল ছবি)

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল) শুরুর আগেই ফিরে এসে খেলা দেখার কথা ছিল বাংলাদেশ ইংলিশ কোচ জেমি ডের। কিন্তু ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ায় এবং বাংলাদেশের ভিসার মেয়াদ শেষ হওয়ায় নতুন ভিসা নেয়ার কারণে ঢাকায় ফিরতে বিলম্ব হয়েছে তার। আজ সকালে ফিরছেন তিনি। বঙ্গবন্ধু গোল্ডকাপের পরই ছুটি নিয়ে লন্ডন গিয়েছিলেন জাতীয় ফুটবল দলের কোচ। মঙ্গলবার রাতে লন্ডন থেকে তিনি জানিয়েছেন, ‘আমি বুধবার ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়ছি। বৃহস্পতিবার সকালে পৌঁছাব।’ গত ১৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়িয়েছে বিপিএল। লিগের দুই রাউন্ড শেষ হওয়ার পর খেলা দেখা শুরু করবেন কোচ। ওদিকে আগামী ২৬ মার্চ সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। ওই ম্যাচের জন্য জেমি ডে জাতীয় দলের ক্যাম্প শুরু করবেন ১৫ মার্চ। তার আগে বিপিএল ম্যাচ দেখে ফুটবলারদের পারফরমেন্স পরখ করবেন কোচ। এ প্রসঙ্গে জেমি ডে বলেন, ‘আমি ঢাকায় ফিরে প্রিমিয়ার লিগের ম্যাচ দেখব। যদি ব্যতিক্রম কেউ আমার চোখে পড়ে তাকে ডাকব। জাতীয় দলের কয়েকজন খেলার সুযোগ পাচ্ছেন না অথবা কেউ কেউ চোটগ্রস্ত। তাই সব ধরনের সুযোগ রাখা দরকার।’ এছাড়া আফগানিস্তানের বিপক্ষে হোম ম্যাচটি সিলেটে অনুষ্ঠিত হবে বলে কোচ সেখানেই কয়েকদিন ক্যাম্প করতে চান। ‘আমি বাফুফেকে জানিয়েছি। যদি সিলেটে অনুশীলনের যথাযথ সুযোগ-সুবিধা থাকে তাহলে সেখানেই ক্যাম্প হবে ম্যাচের আগে। আসি, তারপর দেখি কী হয়’ বলেন জেমি ডে। জাতীয় দলের ক্যাম্প ঢাকায় না সিলেটে এমন প্রশ্নের জবাবে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বলেছেন, ‘ম্যাচ যেহেতু সিলেটে তাই আমরা চাই সেখানেই ক্যাম্প হোক। কোচ বৃহস্পতিবার ভোরে আসছেন। তিনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। সিলেটেও অনুশীলনের ভালো সুযোগ আছে।’ প্রসঙ্গত, গত জুনে লাওসকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের মূল বাছাই পর্বে অংশ নেয়া নিশ্চিত করে বাংলাদেশ। প্রাক-বাছাইয়ের বাধা পেরিয়ে বিশ্বকাপ বাছাইয়ে গত ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবের সেন্ট্রাল স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ (অ্যাওয়ে) খেলে বাংলাদেশ দল। দীর্ঘ নয় মাসব্যাপী বাছাইপর্বের শেষ ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ ওমান। ম্যাচটি মাঠে গড়াবে এ বছরের ৯ জুনে। এশিয়া অঞ্চলের মোট ৪০টি দলকে ভাগ করা হয়েছে আটটি গ্রুপে। ‘ই’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ওমান, ভারত ও বিশ্বকাপের আয়োজক কাতার। এ পর্যন্ত বাছাইপর্বে ৪ ম্যাচে অংশ নিয়ে কেবল ভারতের বিপক্ষে ১ ড্রতে জেমি ডের শিষ্যদের সংগ্রহ ১ পয়েন্ট। ৪ ম্যাচে ১ জয় ১ ড্র নিয়ে আফগানদের সংগ্রহ ৪ পয়েন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App