×

খেলা

জাহানারার বোলিংয়ে কুপোকাত পাকিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৫ পিএম

জাহানারার বোলিংয়ে কুপোকাত পাকিস্তান

অস্ট্রেলিয়ায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে ২১ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারতের নারীরা। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। তার আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বের শেষদিনে মাঠে নেমেছিল অংশগ্রহণকারী দলগুলো। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও পাকিস্তানের নারী ক্রিকেট দল। এ ম্যাচে জাহানারা আলমের করা দুর্দান্ত বোলিংয়ে ওভারে ৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে টাইগ্রেসরা।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল ৮ উইকেট হারিয়ে ১১১ রান করে। জবাবে ১০৬ রান করতেই সবকয়টি উইকেট হারিয়েছে পাকিস্তান। মূল খেলায় মাঠে নামার আগে এ জয়ে আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া লাগিয়ে নিল বাংলাদেশের মেয়েরা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন। তার দলের বড় সংগ্রহের সম্ভাবনার মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়ে যায় রানআউট। টপঅর্ডারের তিন ব্যাটসম্যান আউট হয়েছেন রানআউটের ফাঁদে পড়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন ওপেনার মুর্শিদা। দলীয় ৮৩ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। দুর্ভাগ্যের বিষয় হলো, তিনিও থেমেছেন রানআউট হয়ে। নিজের ইনিংসে ৬টি চার মারেন মুর্শিদা।

ফারজানা হক ৩১ বলে ২১, নিগার সুলতানা ১৩ এবং রিতু মণি ১৭ বলে ১৪ রান করেন। দুই অঙ্কে যেতে পারেননি দলের অন্য কেউ। তারকা অলরাউন্ডার রুমানা আহমেদ আউট হন ৯ বলে ৬ রান করে।

জবাবে ১১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। তবু এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করছিলেন দলের ওপেনার জাভেরিয়া খান। দলীয় ২৩ রানে ৩ উইকেট খুইয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে নিয়মিত উইকেট হারালেও লড়াই করছিল জাভেরিয়া। তাকে ইনিংসের ১৬তম ওভারে অফস্পিনার খাদিজা সাজঘরের পথ দেখান। আউট হওয়ার আগে জাভেরিয়া ৫ চারের মারে ৩৪ বলে করেন ৪১ রান।

বল হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন জাহানারা। নিজের ৩.৪ ওভারের স্পেলে ২২ রান খরচ করেন তিনি। সালমা ২৮ রানে ২, খাদিজা ১১ রানে ৩ ও পান্না ঘোষ ১০ রানে নিয়েছেন ১টি উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App