×

সারাদেশ

মৌ-মাছির দখলে মার্কেট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৯ পিএম

মৌ-মাছির দখলে মার্কেট

শতাধিক মৌচাক তৈরি করে মার্কেটটি  ঘিরে রেখেছে মৌমাছিরা

মাদারীপুরের কালকিনিতে একটি মার্কেট তিন মাস ধরে দখল করে রেখেছে মৌমাছির দল। শতাধিক মৌচাক তৈরি করে মার্কেটটি  ঘিরে রেখেছে মৌমাছিরা। এতে আতঙ্কে অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। এদিকে মৌমাছির চাকগুলো একনজর দেখার জন্য প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার মিয়ারহাট বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি মার্কেট নির্মাণ করেন একই এলাকার সিরাজুল ইসলাম। পরে সে মার্কেটের দোকান গুলো ব্যবসায়ী আজিজ বেপারী, কালাম খান, রব চৌধুরী ও খালেক বেপারীসহ প্রায় ১০জনের কাছে ভাড়া দেন। এ দোকান গুলোর চতুর পাশ দিয়ে প্রায় শতাধিত মৌমাছির চাক বসেছে। মৌ-মাছির হুলের আতঙ্কে ব্যবসায়ীদেও অনেকে দোকান তালাবদ্ধ করে রেখেছেন। ব্যবসায়ী আজিজ বেপারী বলেন, আমার দোকানে মৌ-মাছির চাক বসায় দোকান বন্ধ রেখেছি কারণ মৌমাছির আক্রমণের ভয়ে দোকান কবে খুলতে পারব জানি না। এদিকে মৌ-মাছির চাকগুলো একনজর দেখার জন্য প্রতিনিয়ত উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতি বছরই এই মার্কেটে মৌমাছির চাক বসে। আর এতে করে ওই মার্কেটের ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App