×

সারাদেশ

বয়স্ক ভাতার কার্ড উন্মুক্ত যাচাই বাছাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৬ পিএম

বয়স্ক ভাতার কার্ড উন্মুক্ত যাচাই বাছাই

ভাতাভোগী উন্মুক্ত যাচাই বাছাই

টেকসই ও উন্নত দেশ গড়ার লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ নং রাখালগাছি ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড উন্মুক্ত যাচাই-বাছাই করে গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদের চত্বরে যাচাই-বাছাই অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কৌশিক খান, ইউপি সচিব শেখ হাবিবুর রহমান, ১১ নং রাখালগাছি ইউনিয়ন সমাজ কর্মী সাইফুদ্দিন আহমেদ সবুজ, ২-৮ নং ইউনিয়ন ও পৌরসভার সমাজ কর্মী রবিউল ইসলাম, ৬-৮ নং ইউনিয়ন সমাজ কর্মী আব্দুল হামিদ, ৭-৯ নং ইউনিয়ন সমাজ কর্মী আশরাফ উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, সমাজসেবা অধিদপ্তর অধীনে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক,বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা এবং অচ্ছল প্রতিবন্ধীদের ভাতা কার্যক্রম উন্মুক্ত ভাবে যাচাই- বাছাই’র মাধ্যমে রাখালগাছি ইউনিয়নে ৬৫ জন বয়স্ক, ৬৩ জন বিধবা ও ১২৫ জন প্রতিবন্ধীদের ভাতার কার্ড প্রদান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App