×

আন্তর্জাতিক

বালিশের কাভারে সাপের আস্তানা!

Icon

nakib

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৭ পিএম

বালিশের কাভারে সাপের আস্তানা!

সাপের আস্তানা

বালিশের কাভারে সাপের আস্তানা!

বিভিন্ন প্রজাতির অজগর সাপ

যে বালিশের উপর মাথা রেখে শান্তিতে ঘুমাই সেখানে যদি বাসা বাধে বিষধর সাপ তাহলে ঘুমটা কেমন হবে? এমনই এক কাণ্ড ঘটেছে যুক্তরাজ্যের এক ফারার সার্ভিস স্টেশনে। সেখানে এ পর্যন্ত জটলা পাকানো ২৯টি সাপ পাওয়া গেছে বালিশের কাভারের ভিতর থেকে। প্রথমে ১৬টি সাপ পাওয়া গিয়েছিল পরে গতকাল আবার ১৩টি অজগর সাপ পাওয়া যায়। [caption id="attachment_202917" align="aligncenter" width="700"] বিভিন্ন প্রজাতির অজগর সাপ[/caption] সানডারল্যান্ডের ফায়ার স্টেশনের একটি কক্ষ থেকে এসব সাপ উদ্ধার করা হয় বলে জানায় আরএসপিসিএ নামক একটি সংস্থা। উদ্ধারের পর এসব সাপকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সাপগুলো সুস্থ্য আছে বলে জানায় ডাক্তাররা। ঝড়ের কবলে পড়ে সাপগুলোর বাচাঁর জন্য আলো এবং উষ্ণ পরিবেশ প্রয়োজন ছিল। সেজন্যই সাপগলো বালিশের কাভারে আশ্রয় নিয়েছিল বলে জানায় পশু বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App