×

সারাদেশ

বাঁশখালীতে পৃথক নৌকাডুবির ঘটনায় নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৭ পিএম

বাঁশখালীতে পৃথক নৌকাডুবির ঘটনায় নিহত ৪
চট্টগ্রামের বাঁশখালীর কাথারিয়া ও খানকানাবাদ  হতে কুতুবদিয়া দরবার শরীফে ওরশে যাওয়ার পথে পৃথক নৌকাডুবির ঘটনায় ৪ জন নিহত হয়েছে। পৃথক এই নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ৪ জন। বুধবার(১৯ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে ১১টার মধ্যে কাথারিয়া জলকদর খাল ও গণ্ডামারা মোহনায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন বাঁশখালী ফায়ার সার্ভিস এর কর্মীরা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাথারিয়া ইউনিয়নের চুনতি বাজার স্থান হতে ১নং ওয়ার্ডের বাসিন্দা জাহেদুল ইসলামের মালিকানাধীন ইঞ্জিন চালিত বোটে ৫০-৬০ জন যাত্রী নিয়ে কুতুবদিয়া দরবার শরীফে ওরশে যাচ্ছিল। চুনতি বাজার থেকে আধা কিলোমিটার দূরবর্তী বেদখলটেক নামকস্থানে পৌঁছলে ইঞ্জিন চালিত বোটটি উল্টে যায়। এই সময় সাঁতার না জানা যাত্রীরা পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে ২ জনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কাথারিয়া ১নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের মৃত রৌশনজ্জামানের ছেলে মোহাম্মদ আক্কাছ (৩০) কে মৃত ঘোষণা করেন। এরপর বেলা আড়াইটার দিকে একই এলাকার মিনহাজ (১০) নামের আরও এক শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এছাড়াও আলী আকবর (২০) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জাকের জানান, বোটের মালিক মোহাম্মদ জাহেদুল ইসলাম নিজেই নতুন বোট তৈরি করে নিজেই পরিচালনা করে যাত্রীদেরকে কুতুবদিয়ায় নিয়ে যাচ্ছিল। সে নৌকা চালনায় তেমন একটা দক্ষ না হওয়ায় একটু দূরবর্তী স্থানে গিয়ে দুর্ঘটনা ঘটে। এতে আমার ভাইয়ের ছেলে মারা গেছে। শিশুসহ আরও ২ জন নিখোঁজ রয়েছে। অপরদিকে উপজেলার খানকানাবাদ ইউনিয়নের কদমরসুল গ্রাম থেকে সকালে ১৩০ জন যাত্রী নিয়ে কুতুবদিয়া দরবার শরীফে ওরশের উদ্দেশ্যে একটি ইঞ্জিন চালিত নৌকা রওনাহয়। পরে গণ্ডামারা মোহনায় পৌঁছলে নৌকাটি ডুবে গেলে আব্দুল মালেক(৫০) ও জালাল(৩২) নামের দুই ব্যক্তি নিহত হয়। নিহত মালেক কদমরসুল গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী মো.সেলিম বলেন, গন্ডামারা ইউনিয়নের খাটখালী মোহনায় ট্রলার ডুবির ঘটনায় ২ জনের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে তাদের পরিবারের লোকজন নিয়েগেছে। আরো নিখেঁজ রয়েছে। কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহজাহান চৌধুরী বলেন নিহতের পরিবারকে সরকারি ভাবে আর্থিক সহায়তা করা হয়। মৃত দুজনেই একই বাগমারা গ্রামের। খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মো.বদরউদ্দিন চৌধুরী বলেন, কুতুবদিয়া দরবার শরীফ যাওয়ার পথে ফিশিং ট্রলার ডুবে কদমরসুল গ্রামের ২জনের মৃত্যু হয়েছে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রেজাউল করিম মজুমদার বলেন, জলকদরখালে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে এছাড়াও খানখানাবাদে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এব্যাপারে পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, বাঁশখালী উপজেলার খানখানাবাদ ও কাথরিয়া থেকে দুটি পৃথক মাছ ধরার বোট নিয়ে কুতুবদিয়া দরবার শরীফে যাওয়ার পথে জলকদরখালে ও গন্ডমারা মোহনায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। এতে ৪জন মারা গেছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App