×

সারাদেশ

পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৪ পিএম

পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বিএনপি প্রার্থীর মনোনয়ন দাখিল

আগামী ২১ মার্চ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপ-নির্বাচনে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন।

এ দিন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলছুম স্মৃতি, বিএনপির মনোনিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মইনুর রাব্বী চৌধুরী ও জাতীয় পার্টির অঙ্গ সংগঠন যুব সংহতির কেন্দ্রীয় নেতা মো. মঞ্জুরুল হক সাচ্ছা গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মাহবুবুর রহমান জানান, আগামী ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মঞ্জুরুল হক নিজেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রসঙ্গত. ২০১৯ সালের ২৭ ডিসেম্বর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মারা যাওয়ায় নির্বাচন কমিশনার এ আসনটি শূন্য ঘোষণা করেন। গত ৬ ফেব্রুয়ারি এ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ আসনে ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন ভোটার রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App