×

আন্তর্জাতিক

পরিবেশ রক্ষায় বেজোসের ১০ বিলিয়ন ডলার

Icon

nakib

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৩ এএম

পরিবেশ রক্ষায় বেজোসের ১০ বিলিয়ন ডলার

অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস

অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় ১০ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন। অনলাইন জায়ান্ট কোম্পানিটির একশ কর্মকর্তা এক ব্লগে অ্যামাজনের কার্বন নিঃসরণের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পদক্ষেপ নেয়ার দাবি জানানোর এক সপ্তাহের মধ্যে এ ঘোষণা আসলো। আর্থ ফান্ড নামের এ প্রকল্পটির অর্থ বিজ্ঞানী ও পরিবেশ কর্মকর্তাদের কাজের জন্য বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন বিশ্বের সর্বোচ্চ এ ধনী ব্যক্তি। বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান এবং ছোট-বড় যে সকল সংস্থা পরিবেশ রক্ষায় কাজ করে তাদের মাধ্যে এ অর্থ প্রদান করা হবে বলে জানান তিনি। এর আগে ২০৪০ সালের মধ্যে কোম্পানিটি কর্বন নিঃসরণ করার ক্ষেত্রে শূন্য সমতায় চলে আসবে বলে অঙ্গিকার করেছিল। সে অঙ্গিকারের অংশ হিসেবে অ্যামাজন একই বছরের মধ্যে প্যারিস চুক্তি বাস্তবায়ন করবে বলে জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App