×

মুক্তচিন্তা

অপসংস্কৃতির বিরুদ্ধে একুশে বইমেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৭ পিএম

বছর ঘুরে আবার এলো বাঙালির প্রিয় মাস ফেব্রুয়ারি, শুরু হলো অমর একুশে বইমেলা। আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভের পর থেকে একুশের বইমেলাও এক নতুন ধারায় প্রবেশ করতে থাকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশের গ্রন্থমেলা একই সূত্রে গাথা হয়ে যায়। মহান ভাষা আন্দোলনের স্বাক্ষর হিসেবে প্রতি বছর গোটা ফেব্রুয়ারি ধরে চলে একুশের বইমেলা। এ মাসটির জন্যই যেন পুরো একটি বছর অপেক্ষা করে দেশের বাংলা ভাষাপ্রিয় মানুষ। লেখক, প্রকাশকরাও একুশের মেলায় তাদের শ্রেষ্ঠ বইটি উপহার দিতে নিরন্তর কাজ করে যান। একুশের গ্রন্থমেলায় বিভিন্ন স্টলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অংশের প্রবীণ, নবীন লেখকের নানা ধরনের বইয়ের পসরা বসে। মেলায় সমবেত হন বাংলাদেশের বাংলাপ্রেমী লেখক, পাঠক। দিন দিন মেলায় বাড়ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড়। ছুটির দিনগুলোতে উপচে পড়ছে মানুষ। বাংলা গ্রন্থমেলার মূল মঞ্চে প্রতিদিনই নতুন বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে। আলোচনায় অংশ নিচ্ছেন দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিক। সন্ধ্যায় প্রতিদিনই চলে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠানের জমকালো আয়োজন। কখনো দেখা মেলে পশ্চিমবঙ্গসহ পৃথিবীর অন্যান্য দেশ থেকে আগত কিছু অতিথির। একুশের গ্রন্থমেলার মধ্য দিয়ে লেখক-পাঠক মতবিনিময়, ভাবের আদান-প্রদানের ক্ষেত্র প্রসারিত হয়। সাহিত্য-সংস্কৃতির দিগন্তে উন্মেষ ঘটে। মেলার পাশাপাশি একাডেমি চত্বরে আয়োজিত হয় নানা ধরনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসবের মধ্যে উঠে আসে একুশের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা। বাংলার চেয়ে ইংরেজি ভাষা ব্যবহারে আগ্রহী নতুন প্রজন্ম। বাংলা গান, বাংলা চলচ্চিত্রে তাদের উৎসাহ কম। সরকারি নির্দেশ থাকা সত্তে¡ও আমরা ব্যর্থ হয়েছি অফিস, আদালতসহ সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে। উপরন্তু কখনো বাংলা ভাষা হচ্ছে অনাদৃত, অবহেলিত। দেশজুড়ে আজ সর্বত্র ইংরেজি সাইনবোর্ডের ছড়াছড়ি। বিজ্ঞাপন, প্রচারপত্রে বাংলা ব্যবহারে চরম উদাসীনতা লক্ষণীয়। দেশে প্রকাশিত, মুদ্রিত বাংলা বইয়ে অসংখ্য ভুল-ভ্রান্তি এবং অসঙ্গতি চোখে পড়ে। বাংলা বানানেও আজ অবধি প্রতিষ্ঠিত হয়নি একটি জাতীয় মান। তারপরও ফেব্রুয়ারির প্রথম দিন থেকে দেশজুড়ে শুরু হওয়া ভাষাশহীদদের কৃতজ্ঞতায় স্মরণ করার নানা আয়োজন, বাংলা একাডেমি প্রাঙ্গণের গ্রন্থমেলা থেকে বয়সনির্বিশেষে হাজার হাজার মানুষের অগণিত বাংলা বই কেনা, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া বাংলার ঐশ্বর্যের মূল্য অনেক। বাংলাদেশের একুশের বইমেলাকে আন্তর্জাতিক বইমেলায় রূপ দিতে এখানে বিদেশি প্রকাশকদের অনুপ্রাণিত করতে হবে। এ ব্যাপারে বাংলা একাডেমির বিশেষ উদ্যোগের বিকল্প নেই। অমর একুশে বইমেলা সব অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে মাথা উঁচু করে বাঙালিকে সামনে এগিয়ে নিয়ে এক অপসাম্প্রদায়িক, উন্নত সাহিত্য-সংস্কৃতিসমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে স্থান করে দেবে এটাই অমর একুশে গ্রন্থমেলা থেকে জনগণের প্রত্যাশা। প্রকৌশলী, ঢাকা। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App