শিক্ষার্থীদের সামনেই শিক্ষিকাকে থাপড়ালেন দপ্তরি!

আগের সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় তাপস পালের শেষকৃত্য সম্পন্ন

পরের সংবাদ

রাস্তায় ইভটিজিং, ছাত্রীর ফোনে ঘটনাস্থলে ইউএনও

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২০ , ৬:০৩ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২০ , ৬:৪৫ অপরাহ্ণ

গুরুদাসপুর উপজেলায় ইভটিজিং প্রতিরোধে দশম শ্রেণির ছাত্রী ইউএন’র নম্বরে ফোন করে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান ইউএনও তমাল হোসেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নারীবাড়ী এলাকায় ওই ঘটনা ঘটে।

গুরুদাসপুর উপজেলা নির্বাাহী কর্মকর্তা মো. তমাল হোসেন জানান, সকালে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধের করপোরেট নম্বরে এক স্কুলছাত্রী ফোন করে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার অভিযুক্ত আদম আলীকে খুঁজে বের করা হয়।

তাকে স্কুলে যাওয়া আসার পথে বিরক্ত করে বলে স্কুলছাত্রী জানায়। তবে অভিযুক্ত আদম আলী মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে আদম আলী ও তার পরিবারকে প্রাথমিক ভাবে ক্ষমা করে দেয়া হয়। পরবর্তীতে এমন ঘটনা আবারো ঘটলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আদম আলী এক জন মানসিক ভারসাম্যহীন। ইতোপূর্বেও তিনি এরকম ঘটনা ঘটিয়েছেন। কয়েকবার জেলও খেটেছেন।

ডিসি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়