×

মুক্তচিন্তা

মুদ্রায় ভাষা আন্দোলনের স্মারক

Icon

nakib

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৯ পিএম

বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণীয় করে রাখতে স্মারক মুদ্রা প্রচলনের রেওয়াজ রয়েছে। তারই ধারাবাহিকতায় বাঙালি জাতিসত্তার চিরন্তন বিজয়গাথা বায়ান্নর ভাষা আন্দোলনকে মহিমান্বিত করে তুলতে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত পৃথক দুটি স্মারক মুদ্রা প্রকাশ করেছে। এছাড়াও ২ টাকা ও ১ হাজার টাকার প্রচলিত নোটে মহান ভাষা আন্দোলনের স্মৃতিস্তম্ভ ‘শহীদ মিনার’-এর ছবি ব্যবহার করে ভাষা আন্দোলনের চেতনাকে ফুটিয়ে তোলা হয়েছে সযত্নে। ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষিত হওয়ার পর এ উপলক্ষে ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি ২০ টাকা মূল্যমানের একটি স্মারক স্বর্ণমুদ্রা বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। ভাষা আন্দোলনের স্মৃতিচিহ্ন সংবলিত এটিই প্রথম পৃথক কোনো স্মারক মুদ্রা। মুদ্রাটির মুখ্য পিঠে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা ও শান্তির প্রতীক পায়রা। শহীদ মিনারের উপরে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এবং নিচে ‘ওঘঞঊজঘঅঞওঙঘঅখ গঙঞঐঊজ খঅঘএটঅএঊ উঅণ’ কথাটি লিখা রয়েছে। গৌণ পিঠে স্থান পেয়েছে বাংলাদেশ ব্যাংকের লোগো। এর দীর্ঘ ১২ বছর পর, ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে ৬০ টাকা মূল্যমানের একটি স্মারক কাগুজে নোট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। নোটটির সামনে স্থান পেয়েছে বাঙালির আত্মপরিচয়ের নিদর্শনধারী উদীয়মান সূর্যের সম্মুখে কেন্দ্রীয় শহীদ মিনার এবং অপর পিঠে শিল্পীর তুলিতে আঁকা বাঙালির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদ সালাম, রফিক, বরকত ও শফিউরের গৌরবদীপ্ত মুখশ্রীর আবক্ষ ছবি। এদের মাঝখানে রয়েছে ১৯৫২ সালে নির্মিত বাঙালির ও বিশ্বের প্রথম ভাষা শহীদ মিনার। এছাড়াও স্থান পেয়েছে ফাগুনের প্রতীক হিসেবে শিমুল ফুলের ছবি। ২০০০ সালে প্রথমবারের মতো ভাষা আন্দোলনের স্মারক মুদ্রা বাজারে এলেও ১৯৮৮ সালে বাজারে ছাড়া ২ টাকার নোটে ভাষা আন্দোলনের স্মৃতিচিহ্ন শহীদ মিনারের ছবি প্রথম ব্যবহার করা হয়। এরপর ২০০৮ সালে বাজারে আসে ১ হাজার টাকার নোট। এই নোটের সামনের দিকেও ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের জলছাপের ছবি। পরবর্তী সময়ে ২০১১ সালে প্রকাশিত বঙ্গবন্ধুর ছবিযুক্ত ২ টাকার নোটের গৌণ পাশেও ব্যবহৃত হয়েছে শহীদ মিনারের আঁকা ছবি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল প্রাঙ্গণে, ২২ ফেব্রুয়ারি সকালে হাইকোর্টের সামনে আর দুপুরে রথখোলা ও সংবাদ অফিসের কাছে মাতৃভাষার দাবিতে প্রাণ হারান রফিক, জব্বার, বরকতসহ নাম না জানা অনেকে। মায়ের মর্যাদা রক্ষার জন্য সন্তানরা নিজেদের উৎসর্গ করেছেন। এই আত্মত্যাগের মহিমায় মা খানিকটা ঝুঁকে পড়েছেন স্নেহের বশে; আর চারটি সন্তানের মধ্য দিয়ে তিনি এদেশের লাখো সন্তানকে দেখতে পাচ্ছেন। শহীদ মিনারের স্তম্ভগুলো মাতৃভাষা, মাতৃভূমি তথা মা ও তার সন্তানের প্রতীক। সংগ্রামী একটি ভাষা জাতির আত্মপরিচয়ের গৌরবময় উন্মেষের স্মৃতিকে ধারণ করা এসব মুদ্রা বিশ্ব দরবারে আমাদের উপস্থাপন করেছে অনন্য এক জাতি হিসেবে। কারণ ভাষার জন্য আত্মবিসর্জনের ঘটনা পৃথিবীতে আর একটিও ঘটেনি। পৃথিবীর কোনো দেশ ইচ্ছা করলেই এ ধরনের বিষয়বস্তুর ওপর মুদ্রা প্রকাশের কথা চিন্তাও করতে পারবে না। এ অহঙ্কার আর গর্ব শুধুই বাঙালির; যা বিস্ময়কর কাব্যময়তায় উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুদ্রায়। শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App