×

জাতীয়

মুজিব বর্ষে বিএসএমএমইউর বৃক্ষরোপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩১ পিএম

মুজিব বর্ষে বিএসএমএমইউর বৃক্ষরোপন

বৃক্ষ রোপন করছে বিএসএমএমইউ/ ছবি: ভোরের কাগজ।

মুজিব শতবর্ষকে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাল (বিএসএমএমইউ)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া আমের বোলসহ আমের চারা লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত অতিথিরা জাম, লিচু, লেবু, আমলকি, জামরুলসহ বিভিন্ন ফলের চারা ও নিমের চারা রোপন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App