×

সারাদেশ

বেপরোয়া রোহিঙ্গারা, তুচ্ছ ঘটনাতেই খুনোখুনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১১ পিএম

বেপরোয়া রোহিঙ্গারা, তুচ্ছ ঘটনাতেই খুনোখুনি
নানা অপরাধের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে ক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবির। ইয়াবা পাচার, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে আধিপত্য বিস্তার এমনকি তুচ্ছ ঘটনায় প্রতিনিয়ত সংঘর্ষ ও খুনোখুনিতে মেতে উঠেছেন তারা। সর্বশেষে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের (ক্যাম্প নং-২৪) বি ব্লকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ) সকালে তুচ্ছ ঘটনায় নুর নাহার (৪০) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়। ওই নারী দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করতে গিয়ে নিহত হন। একই ঘটনায় দুই নারী আহত হন। রোহিঙ্গারা তাদের নেতা আরিফুল্লাহসহ বেশ কয়েকজন রোহিঙ্গা নেতাকে হত্যা করে। পাশাপাশি গুম, খুন, ইয়াবা পাচারের মতো ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। এ ছাড়া টেকনাফের আওয়ামী লীগ নেতা সিরাজুল, হোয়াইক্যং আলহাজ আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি রশিদ আহমদ, হ্নীলার যুবলীগ নেতা ওমর ফারুককেও হত্যা করতে মোটেই কার্পণ্য করেননি। প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের অস্ত্র ও ইয়াবাসহ আটক অব্যাহত রেখেছে। এছাড়া র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হচ্ছে তারা। গত কয়েকদিনে টেকনাফের ক্যাম্পগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করতে গিয়ে দু’গ্রুপের গোলাগুলিতে চৌদ্দ রোহিঙ্গা আহত হয়। পরদিন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত হন। এর আগে ৩ ফেব্রুয়ারি নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটে। এঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয় কমপক্ষে ১৩ জন। তারও আগে গেল বছরের ৭ ডিসেম্বর নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের আকস্মিক হামলা এবং এলোপাতাড়ি গুলিবর্ষণে অজ্ঞাত এক ব্যক্তি নিহত ও দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। এর আগে ৯ অক্টোবর রোহিঙ্গা জাদিমুড়া শালবাগান নছিরউল জামান ক্যাম্পে পুলিশ ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের একাধিক মাঝি জানান, নিজেদের মধ্যে কোন্দলে ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা বাড়ছে। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা। দিন-দুপুরে পাহাড়ি সন্ত্রাসীরা পুলিশকে ভয় দেখানোর জন্য গুলিবর্ষণ করেছে তারা। র‌্যাব-১৫ টেকনাফ ইনচার্জ লে. মির্জা মাহতাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করা হলে রোহিঙ্গাদের সঙ্গে বেশ কয়েকবার বন্দুকযুদ্ধের মতো ঘটনা ঘটে। রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের ধরতে নিয়মিত র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App