×

সারাদেশ

বিএনপি প্রার্থীরা তৎপর, আলোচনায় চার নেতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৯ এএম

বিএনপি প্রার্থীরা তৎপর, আলোচনায় চার নেতা

ডা. শাহদাত হোসেন, আবুল হাশের বক্কর, এরশাদ উল্লাহ, নিয়াজ মোহাম্মদ খান।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে চাঙ্গাভাব বিরাজ করছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার পর নড়েচড়ে বসেছেন বিএনপির স্থানীয় নেতারা। মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে বিএনপির হাফ ডজন নেতা মাঠে নেমেছেন। এদের মধ্যে চারজন নেতা বেশি সক্রিয়। সংশ্লিষ্টরা এসব তথ্য জানিয়েছেন।

চসিক নির্বাচনের তফসিল ঘোষণার পর শুরুতে বিএনপি নেতাদের মধ্যে তেমন আগ্রহ দেখা যায়নি। আওয়ামী লীগ প্রার্থী ঘোষণার পর দলীয় মেয়রপ্রার্থী নিয়ে বিএনপির হিসাব-নিকাশ শুরু হয়। দলের ভেতর চলছে সর্বশক্তি দিয়ে মাঠে নামার প্রস্তুতি। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসে চূড়ান্ত করবে মেয়র প্রার্থী।

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সিটি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। আওয়ামী লীগ ইতোমধ্যে নিজেদের প্রার্থী চূড়ান্ত করলেও, হয়তো কৌশলগত অবস্থান থেকে বিএনপি প্রার্থী নির্ধারণে একটু সময় নিচ্ছে বলে ধারণা দলের একটি অংশের। তবে চসিক নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। দুয়েক দিনের মধ্যেই বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে।

সূত্র জানায়, আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হওয়ার পর বিএনপির মধ্যে অনেকটাই চাঙ্গাভাব এসেছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে অপেক্ষাকৃত সহজ প্রতিদ্ব›দ্বী হিসেবেই বিবেচনা করছে দলটি। চসিক নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আগ্রহী ৪ নেতা। তারা হলেন- নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ ও সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খান।

ভোটের মাঠে সার্বিক দিক বিবেচনায় মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন ডা. শাহাদাত। একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের কাছে হেরে যান তিনি। এরপর থেকে বিভিন্ন সময় সিটি নির্বাচন নিয়ে নিজের অনাগ্রহের কথা প্রকাশ্যে বললেও গত শনিবার রাতে মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ঘোষণার পর পরিস্থিতি পাল্টে যায়। এ বিষয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, দল নির্বাচনে অংশ নিলে মনোনয়ন চাইব। আশা করছি মনোনয়ন পাব। তবে অন্য কাউকে মনোনয়ন দিলেও ধানের শীষের হয়ে কাজ করব। তিনি বলেন, ‘আ জ ম নাছির উদ্দীন ফের আওয়ামী লীগের প্রার্থী হলে নির্বাচনের মাঠে বিএনপির প্রার্থীর জন্য কিছুটা ‘কঠিন’ হতো। এখন সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি প্রার্থী বিপুল ব্যবধানে জয়লাভ করবে।

এদিকে মেয়র পদে আলোচনায় রয়েছেন নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী নেতা এরশাদ উল্লাহও। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বোয়ালখালী-চান্দগাঁও আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন তিনি। তবে ২০১২ সালে তাকে বহিষ্কার করা হয়। পদ হারালেও দল ছাড়েননি তিনি, সক্রিয় আছেন রাজনীতিতেও। এরশাদ উল্লাহ বলেন, ‘দল মনোনয়ন দিলে নির্বাচন করব। মনোনয়ন চাইব। কিন্তু মনোনয়ন পাওয়ার জন্য লকিং-তদবির করব না।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাঠানটুলী খানবাড়ি পরিবারের সন্তান মহানগর বিএনপির সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খানও মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি তিনবার চসিকের কাউন্সিলর ছিলেন। রাজনীতিতে ক্লিন ইমেজ রয়েছে তার। দায়িত্ব পালন করেছেন সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবেও। ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ও প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে আছেন তিনি। নিয়াজ মোহাম্মদ খান বলেন, কেন্দ্রের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি তিনবারের নির্বাচিত কাউন্সিলর ছিলাম। দলের স্বার্থে অনেক ত্যাগ করেছি। এখন দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে নির্বাচন করব। অন্য কাউকে দিলে দলের স্বার্থে কাজ করব।

এছাড়া আরেক মনোনয়ন প্রত্যাশী নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, নির্বাচন করা সব রাজনৈতিক নেতার স্বপ্ন থাকে। আমারও সেই স্বপ্ন আছে। বিগত সংসদ নির্বাচনে নগর বিএনপির সভাপতি, সিনিয়র সহসভাপতি নির্বাচনে অংশ নেন। আমি এখনো কোনো নির্বাচনে অংশ নেইনি। নির্বাচনে যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আমাকে পরিচিত করে দিতে হবে না। কারণ দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মানুষের স্বার্থে দেশের স্বার্থে বিএনপির স্বার্থে কাজ করে যাচ্ছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App