×

রাজধানী

ডায়রিয়া-কলেরা রোধে ছয়দিনব্যাপী টিকাদান কর্মসূচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৪ পিএম

ডায়রিয়া-কলেরা রোধে ছয়দিনব্যাপী টিকাদান কর্মসূচি

স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে ডায়রিয়া ও কলেরার প্রকোপ কমাতে আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। ছয়দিনব্যাপী এই টিকাদান কর্মসূচি চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ।

ঢাকা সিটি করপোরেশনের অন্তর্গত মোহাম্মদপুর, আদাবর দারুস সালাম, কামরাঙ্গীরচর, হাজারীবাগ ও লালবাগ এলাকার ১৬টি ওয়ার্ডে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

সিটি করপোরেশনের স্থায়ী টিকাদান কেন্দ্রসহ ৩৬০ টিকাদান কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই টিকা দেয়া হবে। এক বছর এবং তদুর্ধ বয়সি মানুষের জন্য এই টিকাদান কর্মসূচি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App