×

জাতীয়

গুজব রোধে সরকারের ১৯ সদস্যের বিশেষ কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১০ পিএম

তথ্য মন্ত্রণালয়ে ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ’ সম্পর্কিত ১৯ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি রয়েছে, যে কমিটি গুজব ও অপপ্রচার প্রতিরোধে কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানমের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, এ কমিটি গুজব সংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং কমিটির আওতাভুক্ত দফতরগুলো গুজব প্রতিরোধে স্ব স্ব দফতরের বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে। গুজবের বিষয়ে সত্যতা পাওয়া গেলে, সোশ্যাল মিডিয়া থেকে লিংকগুলো বন্ধ ও প্রত্যাহারে বিটিআরসি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকে। এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী জানান, সিনেমায় অশ্লীল সংলাপ, গালমন্দ, হত্যা ধর্ষণ, খুনের খোলামেলা দৃশ্য চিত্রায়ন ও দেখানে এবং সমাজে নৈতিক অবক্ষয় সৃষ্টি করতে পারে এমন দৃশ্য সংশোধনসহ সেন্সর নীতিমালা অনুসরণ করে ছাড় পত্র দেবার জন্য একটি শক্তিশালী সেন্সর বোর্ড রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App