×

আন্তর্জাতিক

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৬৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৪ এএম

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৬৮
সময়ের ব্যবধানে চীনে দীর্ঘ হচ্ছে করোনায় মৃত্যু মিছিল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) চীনে প্রাণঘাতী এই ভাইরাসে ৯৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)। যার মধ্যে ৯৩ জনই হুবেই প্রদেশে। এর ফলে এই ভাইরাসের প্রকোপে এখনও পর্যন্ত মোট ১,৮৬৮ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি ভাবে জানিয়েছে চীন। অন্যদিকে নতুন করে আরও ১,৮৮৬ জন মানুষ এই রোগে আক্রান্ত হওয়ার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৪৩৬। সোমবার চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (China CDC)-এর পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)-কে চীনে করোনা ভাইরাসের প্রকোপ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে বলে জানান WHO-এর ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানোম ঘেব্রেইসাস। এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নজর রাখছে বলেও মন্তব্য করে তিনি জানান, চীনের পক্ষ থেকে এই বিষয়ে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। তার প্রতিটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তাই এখনই এই বিষয়ে কিছু মন্তব্য করা ঠিক হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App