×

জাতীয়

বিদেশ থেকে এলেই করোনায় আক্রান্ত ভাবা ঠিক নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০২ পিএম

বিদেশ থেকে এলেই করোনায় আক্রান্ত ভাবা ঠিক নয়

আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

চীন বা সিঙ্গাপুর থেকে কেউ এলেই তারা করোনা ভাইরাস আক্রান্ত এমনটা ভাবা সঠিক নয়। করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক এসব কথা জানান।

আইইডিসিআর পরিচালক বলেন, চীন বা সিঙ্গাপুর থেকে যারা আসছেন, তারা অনেক অনাকাঙ্খিত পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। কেবলমাত্র সতর্কতার জন্যই সবাইকে স্ক্রিনিং করা হচ্ছে। চীনের সব প্রদেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়নি। এখন চীনের সঙ্গে সিঙ্গাপুর যুক্ত হয়েছে। কারণ সেখানে অবস্থানরত পাঁচ বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত। তবে চীন বা সিঙ্গাপুর থেকে এলেই আইসোলেশন দরকার নেই। সাবধানতার জন্য বাড়তি সতর্ক থাকতে হবে।

তিনি জানান, এখন পর্যন্ত ৬৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। সেখানে কারো মধ্যেই করোনার উপস্থিতি পাওয়া যায়নি। এখনো পর্যন্ত বাংলাদেশে এই ভাইরাসে সংক্রমিত কোন রোগী পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App