×

আন্তর্জাতিক

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৫ এএম

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭৫
চীনের মূল ভূখণ্ডে রবিবার(১৬ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন। গতকাল দেশটিতে মারা যাওয়া ১০৫ জনের মধ্যে একশ জনই এই প্রকোপের কেন্দ্রস্থল হুবেই প্রদেশে। সিএনএন জানিয়েছে যে রবিবার হুবেই প্রদেশে ১৯৩৩ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে হুবাইয়ের মোট আক্রান্তের সংখ্যা ৫৮১৮২ । রবিবার চীনের মূল ভূখণ্ডে মোট ২,০৪৮ নতুন করে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটির মূল ভূখণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ৫৪৮ জন। আর বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৩২৬ জনে। কর্তৃপক্ষ জানিয়েছে, ১০,৮৪৪ জন রোগী সুস্থ হয়েছে এবং তাদের হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে ভাইরাসটিরতে ৭,১,৩১৯ আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৭,০,৫৪৮ মূল ভূখণ্ড চিনে। আর মৃতের সিংহভাগই চীনের মূল ভূখণ্ডে । বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭৫। মূল ভূখণ্ডের চীনের বাইরে পাঁচটি মৃত্যুর খবর পাওয়া গেছে: হংকংয়ে একটি, তাইওয়ানে একজন, জাপানে একটি, ফিলিপাইনে এবং একটি ফ্রান্সে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App