×

বিনোদন

‘আমরা একটা সিনেমা বানাবো’ এবার ব্যাঙ্গালুরুতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:০২ পিএম

‘আমরা একটা সিনেমা বানাবো’ এবার ব্যাঙ্গালুরুতে

আয়েশা মুক্তি

আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২তম ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এতে প্রদর্শিত হবে নির্মাতা আশরাফ শিশিরের চলচ্চিত্র ‘আমরা একটা সিনেমা বানাবো’। অনুষ্ঠিতব্য এ উৎসবে ৬০টি দেশের মোট ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। কান্তিরাভা ইনডোর স্টেডিয়ামে এ উৎসবের উদ্বোধন করবেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস জেদিরাপ্পা।

এবারে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম প্রডিউসার’স এসোসিয়েশনের ফেস্টিভাল ডিরেক্টর ফ্লোরেন্স গিরোটসহ এই উৎসবে যোগ দিচ্ছেন প্রায় ১০ হাজার দেশি-বিদেশি ডেলিগেট। নেটপ্যাক জুরি বোর্ডের আওতায় এশিয়ান সিনেমা সেকশনে ‘আমরা একটা সিনেমা বানাবো’ লড়াই করবে ১১টি চলচ্চিত্রের সঙ্গে।

ব্যাঙ্গালুরুর রাজাজীনগরে অবস্থিত পিভিআর সিনেমার ১১টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো; এর মধ্যে ‘আমরা একটা সিনেমা বানাবো’ প্রদর্শিত হবে ৩ বার।

পরিচালক জানান, সম্পূর্ণ সাদাকালোয় নির্মিত চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী শক্তির আবার মাথাচাড়া দিয়ে উঠলে রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের মধ্যে কয়েকজন নিষ্পাপ মানুষের সিনেমা নিয়ে বিপ্লবী হয়ে ওঠা এবং স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, মাসুম আজিজ, আয়শা মুক্তি, প্রাণ রায়, তেরেসা চৈতিসহ চার হাজার শিল্পী। আগামী ৪ মার্চ কর্নাটক রাজ্যসভা ভবন ‘বিধান সৌধ’তে এ চলচ্চিত্র উৎসবের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠিত হবে। ওই উৎসবে সরাসরি যোগ দেবেন নির্মাতা আশরাফ শিশির। উল্লেখ্য, সিনেমাটি ইতোমধ্যে হংকং, কানাডা, ক্রোয়েশিয়া, কলম্বিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়ার ১০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App