×

বিনোদন

অ্যামাজন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে বিজয়ী যারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৩ এএম

গত ১৫ ফেব্রুয়ারি ভারতের গুয়াহাটিতে বসেছিল ৬৫তম অ্যামাজন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২০-এর জমকালো আসর। সেই আসরে ভিকি কৌশল, রণবীর সিং, আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে বিদ্যা বালান- কে হাজির ছিলেন না! এক নজরে দেখে নেয়া যাক কারা জিতলেন বলিউডের এই সবচেয়ে বড় পুরস্কারের সেরা শিরোপা-

সেরা ছবি : গাল্লি বয়; ‘গাল্লি বয়’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট সেরা পরিচালক : জোয়া আখতার (গাল্লি বয়) সেরা অভিনেতা : রণবীর সিং (গাল্লি বয়) সমালোচকদের বিচারে সেরা অভিনেতা : আয়ুষ্মান খুরানা (আর্টিক্যাল ১৫) সেরা অভিনেত্রী : আলিয়া ভাট (গাল্লি বয়) সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী : ভূমি পেডনেকার এবং তাপসী পান্নু (সান্ড কি আঁখ) পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা : সিদ্ধান্ত চতুর্বেদী সেরা মিউজিক অ্যালবম : ‘গাল্লি বয়’ এবং ‘কবীর সিং’ সেরা গীতিকার : ডিভাইন এবং আঙ্কুর তিওয়ারি (আপনা টাইম আয়ে গা) সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) : অরিজিত সিং (কলঙ্ক নাহি- কলঙ্ক) সেরা প্লেব্যাক সিঙ্গার (মহিলা) : শিল্পা রাও (ঘুংরো- ওয়ার) বেস্ট ডেবিউ ডিরেক্টর : আদিত্য ধর (উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক) বেস্ট ডেবিউ অভিনেতা : অভিমন্যু দাসানি (মার্দ কো দার্দ নেহি হোতা) বেস্ট ডেবিউ অভিনেত্রী : অনন্যা পান্ডে (স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু) সেরা অরিজিনাল স্টোরি অ্যাওয়ার্ড : অনুভব সিংহ এবং গৌরভ (আর্টিক্যাল ১৫) সেরা চিত্রনাট্য পুরস্কার : রীমা কাগতি এবং জোয়া আখতার (গাল্লি বয়) সেরা সংলাপ : বিজয় ময়ূরা (গাল্লি বয়) লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড : চিত্রনির্মাতা রমেশ সিপ্পি চলচ্চিত্রে উৎকর্ষতা : গোবিন্দা সেরা সংলাপ : গাল্লি বয় (বিজয় মৌর্য) আরডি বর্মন উদীয়মান সঙ্গীত প্রতিভা পুরস্কার : সুশান্ত সছদেভ (উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App