×

বিনোদন

নায়ক মান্না চলে যাওয়ার এক যুগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৪ পিএম

নায়ক মান্না চলে যাওয়ার এক যুগ
রুপালি পর্দার জনপ্রিয় নায়ক মান্নার মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ঢাকাই চলচ্চিত্রের এই কিংবদন্তি। বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মধ্য দিয়ে ১৯৮৪ সালে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমা ছিল ‘তওবা’ (১৯৮৪)। এরপর অভিনয় করেন একের পর এক সিনেমায়। প্রায় সাড়ে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘সিপাহী’, ‘যন্ত্রণা’, ‘অমর’, ‘পাগলী’, ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘দেশ দরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’, ‘মা বাবার স্বপ্ন’, ‘হৃদয় থেকে পাওয়া’ সিনেমাগুলো মান্না অভিনীত উল্লেখযোগ্য সিনেমা। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০০৬ সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মান্না। এ বছর তার চলে যাওয়ার এক যুগ পূর্ণ হতে যাচ্ছে। আর এ বছরই আগামী ১৪ এপ্রিল তার জন্মদিনে পালিত হবে ‘মান্না জন্মোৎসব-২০২০’। এই আয়োজনটি করছে এমএআর ক্রিয়েশন। সেখানে মান্নার স্ত্রী শেলি মান্না ছাড়াও উপস্থিত থাকবেন টালিউডের চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App