×

জাতীয়

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রায় ৬২ কোটি টাকা তসরুপ

Icon

nakib

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০০ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ২০১২-১৩ অর্থবছরে ৫ টি প্রকল্পে ৬১ কোটি ৮৪ লাখ ৩১ হাজার ৯৮০ টাকা তসরুপ হয়েছে বলে এক ওডিটি রিপোর্টে জানিয়েছে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ অডিট অধিদপ্তর। আজ রবিবার জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক সুত্রে এ তথ্য জানা গেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মনজুর হোসেন,আহসানুল ইসলাম (টিটু),বেগম ওয়াসিকা আয়েশা খান ও মো: জাহিদুর রহমান অংশগ্রহণ করেন। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০০৭-২০১২ অর্থ বছরের হিসাব সম্পর্কিত মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ অডিট অধিদপ্তরের ৫টি অডিট আপত্তির সাথে জড়িত মোট টাকার পরিমান ৬১ কোটি ৮৪ লাখ ৩১ হাজার ৯ শত ৮০ টাকার অডিট আপত্তি নিয়ে আলোচনা হয় এবং কমিটি কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে নিষ্পত্তির সুপারিশ করা হয়। বৈঠকে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিকট থেকে ঢেউটিন ক্রয়কালে দরপত্র মূল্যের উপর উৎসে ভ্যাট কর্তণ না করায় ৯ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৩শত ৫৫ টাকা আর্থিক ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করা হয়। বৈঠকে কার্যাদেশ ও চুক্তি বহির্ভূতভাবে ঠিকাদারকে প্রাপ্যতার অতিরিক্ত বিল পরিশোধ করায় সরকারের ৪১ লাখ ১৬হাজার ১শত ৪৭ টাকা ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে প্রমাণক জমাদান সাপেক্ষে আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করা হয়। বৈঠকে সর্বনিম্ন দরদাতার নিকট হতে ডেউটিন ক্রয় না করায় ৫ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৫শত ০৮ টাকা আর্থিক ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে তৃ-পক্ষীয় মিটিং করে আপত্তিটি অনধিক এক মাসের মধ্যে অডিট অফিসের সন্তুষ্টি সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তির সুপারিশ করা হয়। বৈঠকে মোট ৪৫ কোটি ৮৫ লাখ ৯০হাজার ৪শত ২৩ টাকার নিরীক্ষাযোগ্য রেকর্ডপত্র নিরীক্ষায় উত্থাপন করা হয়নি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে বাস্তব যাচাই সাপেক্ষে আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করা হয়। বৈঠকে সর্বনিম্ন দরদাতার নিকট হতে কম্বল ক্রয় না করার ফলে ৩০ লাখ ৫৫হাজার ৫শত ৪৭ টাকা আর্থিক ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে বাস্তব যাচাই সাপেক্ষে আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করা হয়।বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: শাহ কামাল, অডিট অফিস এবং বাংলাদেশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App