×

সাহিত্য

এক মলাটেই সব বই চান পাঠকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৩ পিএম

খণ্ড খণ্ড করে প্রিয় লেখকের কয়টা বই কেনা যায় বলুন তো? আর সেসব বইয়ের যেমন দামটাও গুনতে হয় বেশি, টানাটানিটাও ঝক্কির। তাই খণ্ড বিখণ্ড নয়, এক মলাটেই প্রিয় লেখকের বই সংগ্রহ করতে চান অনেক পাঠক। যাকে বলা হয় রচনাবলী। রচনাবলী বা রচনাসমগ্র যা-ই বলি না কেন এর সুবিধা হলো একসঙ্গে সবগুলো লেখা সংগ্রহে থাকে। পছন্দমতো পড়েও নেয়া যায়। এক মলাটের ভেতর গোটা রবীন্দ্রনাথ কিংবা নজরুল! কম কিসে। তাই অনেক পাঠকের চাহিদা এখন রচনাবলী বা রচনাসমগ্র। কয়েকজন পাঠক ও বইপ্রেমীর মতে, রচনাবলীর প্রতি পাঠকদের আলাদা চাহিদার আরেকটি বড় কারণ এতে খরচ কম পড়ে। আলাদা আলাদা করে প্রিয় লেখকের সবগুলো বই কিনতে যত খরচ পড়ে তার চেয়ে অনেকটা কম দামে রচনাবলী বা রচনাসমগ্র সংগ্রহ করা যায়। অমর একুশে গ্রন্থমেলার ১৫তম দিনে রবিবার (১৬ ফেব্রুয়ারি) পাঠক আর বইপ্রেমীদের বইকেনার গতি প্রকৃতি পড়তে গিয়ে এমন বিষয়টাই বের হয়ে এলো। মেলায় আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইরিন ইউলাদ ভোরের কাগজকে রচনাবলী কেনার ব্যাখ্যা দিয়ে বললেন, এক মলাটে যদি অনেকগুলো উপন্যাস কিংবা গল্প পেয়ে যাই তাহলে টাকাও যেমন সাশ্রয় হয়, তেমনি পছন্দের অনেক লেখা একসঙ্গে পড়ারও সুযোগ হয়। সংগ্রহেও থাকলো। [caption id="attachment_200931" align="aligncenter" width="700"] অমর একুশে গ্রন্থমেলা-২০২০[/caption] বইয়ের পোকাই বলা যায় খিলগাঁও থেকে আসা গৃহবধূ মুশতারি আহমেদকে। তার ভাষ্য, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বইয়ের পোকা ছিলেন তিনি। প্রচুর বই কালেকশানও করেছেন। তবে দুর্ভাগ্য হচ্ছে তার সমৃদ্ধ কালেকশন থেকে অর্ধেকই হারিয়ে গেছে। তাই এবার মোক্ষম উপায় হিসেবে রচনাবলী কিনতে এসেছেন। ব্যাখ্যা দিলেন এভাবে, রচনাবলী তো আর কেউ বগলদাবা করে সহজে নিতে পারবে না। তিনি বাংলা ক্ল্যাসিক লেখকের রচনাবলী ছাড়াও প্রকাশিত বেশ কিছু নতুন ও গুরুত্বপূর্ণ রচনাবলী সংগ্রহ করতে চান। পাঠক আর বইপ্রেমীদের জন্য তো বই প্রকাশ- এমনটাই যুক্তি প্রকাশকদের। কয়েকজন এমন ব্যাখ্যা দিয়ে বললেন, গেল কয়েক বছর ধরেই রচনাবলীর দিকে ঝোঁক দেখা যাচ্ছে পাঠকদের। এবারের মেলাতে আরো বাড়তি মনে হচ্ছে এ প্রবণতা। তার পাঠকের চাহিদা মেটাতেই বিভিন্ন জনপ্রিয় লেখকের উপন্যাস, গল্প কয়েকটি পূর্ণাঙ্গ আকারে, আর কয়েকটি এক দুই খণ্ডে এনেছেন। যে হারে চাহিদা বাড়ছে আগামী বছরগুলোতেও এমন পরিকল্পনা তারা করে রাখছেন। [caption id="attachment_202162" align="aligncenter" width="1270"] বইমেলার স্টলে স্টলে পাঠকের ভিড়।[/caption] রচনাবলী/ সমগ্র: এবারের মেলায় বিশ্ব সাহিত্য ভবন নিয়ে এসেছে কথাসাহিত্যিক শওকত আলী রচনাসমগ্র। ইত্যাদি গ্রন্থ প্রকাশ নিয়ে এসেছে হাসান আজিজুল হকের রচনাবলি-২। একই প্রকাশনা থেকে প্রকাশ হয়েছে সেলিনা হোসেনের রচনাবলী-২। আগামী থেকে প্রকাশ হয়েছে হাসনাত আবদুল হাই এর রচনাবলী-৩ ও ৪। পুঁথিনিলয় নিয়ে এসেছে বুক পকেটের সাইজে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাসমগ্র ‘বুক পকেটে রবীন্দ্রনাথ’। ২৫ খণ্ডের এই রবীন্দ্র সমগ্র আনা হয়েছে মূলত রবীন্দ্রনাথের পাঠকে আরো ছড়িয়ে দেয়ার জন্য, আরও বাড়িয়ে তোলার জন্য। পাঞ্জেরী পাবলিকেশন্স এনেছে সৈয়দ মনজুরুল ইসলামের ‘উপন্যাস ত্রয়ী’। আনিসুল হকের ‘কবিতাসমগ্র’ প্রকাশ করেছে অনন্যা। অবসর এনেছে হুমায়ূন আহমেদ এর উপন্যাস সমগ্র ১৫ ও ১৬।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App