×

জাতীয়

ইঁদুরের পেটে ৪ লাখ ৭৫ হাজার মেট্রিক টন ফসল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৪ পিএম

ইঁদুরের পেটে ৪ লাখ ৭৫ হাজার মেট্রিক টন ফসল
ইঁদুরের পেটে ৪ লাখ ৭৫ হাজার মেট্রিক টন ফসল
বিগত ২০১৪-২০১৮ সাল অর্থাৎ এই ৫ বছরে ইঁদুরে খেয়ে ফেলেছে ৪ লাখ ৭৪ হাজার ৮০৫ মেট্রিক টন ফসল। তার মধ্যে ২০১৪ সালে ইঁদুরে ফসল খেয়েছে বা নষ্ট করেছে ৯৬ হাজার ৬৯৬ মেট্রিক টন, ২০১৫ সালে ৯৪ হাজার ৩৮৮ মেট্রিক টন, ২০১৬ সালে ৮৮ হাজার ৮৪৪ মেট্রিক টন, ২০১৭ সালে ৯০ হাজার ৩৮৫ মেট্রিক টন এবং ২০১৮ সালে ইদুরে ১ লাখ ৪ হাজার ৪৯২ মেট্রিক টন ফসল খেয়ে ফেলেছে বা নষ্ট করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে মহিলা আসন ১৭ এর সংসদ সদস্য হাবিবা রহমান খানের এক লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ তথ্য জানান। খাদ্যমন্ত্রী বলেন, প্রতিবছর ইঁদুরের আক্রমনে আমন ধানের ৫-৭ শতাংশ, গমের ৪-১২ শতাংশ, আলুর ৫-৭ শতাংশ, আনারস ৬-৯ শতাংশ ইদুরে খেয়ে ফেলে বা নষ্ট করে। গড়ে মাঠ ফসলের ৫-৭ শতাংশ এবং গুদামজাত শস্যের ৩-৫ শতাংশ খেয়ে ফেলে বা ক্ষতি করে থাকে । এসময় তিনি ইঁদুর নিধনের বিভিন্ন কর্মসূচির কথাও সংসদে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App